IGI Aviation Recruitment: এভিয়েশন সার্ভিস লিমিটেড কর্মী নিয়োগ , অনলাইনে আবেদন করুন। – How TO Make Money

IGI Aviation Recruitment: এভিয়েশন সার্ভিস লিমিটেড কর্মী নিয়োগ , অনলাইনে আবেদন করুন।

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর।(IGI Aviation Recruitment)আইজিআই এভিয়েশন সার্ভিস লিমিটেডের পক্ষথেকে। রাজ্যের যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা আছে।

আইজিআই এভিয়েশন সার্ভিস লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (IGI Aviation Recruitment)

নিয়োগ সংস্থাIGI Aviation Sarvice PVT. LTD
পদের নামকাস্টমার সার্ভিস এজেন্ট
মোট শূন্যপদনিচে দেওয়া আছে 👇👇
আবেদন মাধ্যমঅনলাইনের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ ২২.০৫.২০২৪


পদের নাম

আইজিআই এভিয়েশন সার্ভিস লিমিটেড আগ্রহী প্রার্থীদের কাস্টমার সার্ভিস এজেন্ট পদে নিয়োগ করবে।

শূন্যপদের সংখ্যা

কাস্টমার সার্ভিস এজেন্টে সবমিলিয়ে মোট ১০৭৪ টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা (IGI Aviation Recruitment)

এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কে যেকোনো সরকারি বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

বয়সসীমা (IGI Aviation Recruitment)

এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে চাকরি পেলে আগ্রহী প্রার্থীদের কে মাসিক বেতন দেওয়া হবে ২৫,০০০/- থেকে ৩৫,০০০/- পর্যন্ত।

আবেদন পদ্ধতি (IGI Aviation Recruitment)

আইজিআই এভিয়েশন সার্ভিস লিমিটেডের কাস্টমার সার্ভিস এজেন্ট পদে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন করার জন্য সর্বপ্রথম IGI Aviation Sarvice PVT. LTD এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তারপর আবেদন লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদন ফর্মটি পাবেন। তারপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন। তারপর প্রয়োজনীয় নথিপত্র, পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার স্ক্যান করে নিবেন। তারপর গ্রহণযোগ্য আবেদন ফী প্রদান করবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।

IGI Aviation Recruitment
IGI Aviation Recruitment

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন ফী

এখানে আবেদন করার জন্য আবেদনকারী GEN, EWS ও OBC প্রার্থীদের কাছ থেকে ৩৫০/- টাকা চার্জ করা হবে এবং ST, SC, PWD ও মহিলা প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার আবেদন মুল্য চার্জ করা হবে না। আবেদন মুল্য অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ (IGI Aviation Recruitment)

আইজিআই এভিয়েশন সার্ভিস লিমিটেডের কাস্টমার সার্ভিস এজেন্ট পদে আবেদনটি চলবে আগামী ২২ মে ২০২৪ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু০৬/০৫/২০২৪
আবেদন শেষ২২/০৫/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক:

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদন লিংকClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top