IPL New Rule 2024: রানের পাহাড়ের দিন শেষ! আইপিএল-এর নতুন নিয়মে মাথায় হাত!  – How TO Make Money

IPL New Rule 2024: রানের পাহাড়ের দিন শেষ! আইপিএল-এর নতুন নিয়মে মাথায় হাত! 

হাতে আর একদিনও নেই, আর তার মধ্যেই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। আগামী শুক্রবার অর্থাৎ ২২ মার্চ শুরু হবে ১৭ তম আইপিএল। তবে ১৭ তম আইপিএল শুরু হওয়ার আগেই বিসিসিআই এমন একটি নিয়মে বদলের (IPL New Rule 2024) ঘোষণা করল যার পরিপ্রেক্ষিতে রীতিমতো মাথায় হাত পড়তে শুরু করেছে ব্যাটারদের।

আইপিএল টি-টোয়েন্টি ম্যাচ হওয়ায় প্রতিটি দল ২০ ওভার খেলার সুযোগ পায়। কিন্তু এই ২০ ওভারে প্রতিটি দলকে যেভাবে রানের পাহাড় গড়তে দেখা যাচ্ছে তাতে বোলারদের কদর দিন দিন কমছে বলেই মনে হচ্ছে। (IPL New Rule 2024)তবে এবার বিসিসিআই নতুন নিয়ম ঘোষণা করলে নতুন পারফরম্যান্স দেখানোর সুযোগ পাবেন বোলাররা।

এতদিন পর্যন্ত যে নিয়মে আইপিএল খেলা হত সেই নিয়ম অনুযায়ী এক একজন বোলার এক ওভারে সর্বাধিক একটি বাউন্সার দিতে পারতেন।(IPL New Rule 2024) কিন্তু নতুন নিয়ম অনুসারে ১৭ তম আইপিএলে এক একজন বোলার এক ওভারে সর্বাধিক দুটি বাউন্সার দিতে পারবেন। হিসেব অনুযায়ী একেকটি দল বোলিং করার সময় মোট ৪০টি বাউন্সার দিতে পারবে। ৪০টি বাউন্সার অর্থাৎ প্রায় ৭ ওভার। আর এই ৭ ওভারে রানের পাহাড়ে লাগাম আনতে পারবেন বোলাররা বলেই মনে করা হচ্ছে।

এছাড়া ১৭তম আইপিএলে বেশ কিছু নতুন কানেকশন তৈরি হয়েছে। গত বছর আইপিএলে বোলাররা যেমন ওয়াইড এবং নো বলের জন্য রিভিউ পেতেন, ঠিক একইভাবে স্টাম্পিং, ক্যাচিংয়ের মতো বিষয়গুলির জন্য রেফারেল নেওয়া যেতে পারে।(IPL New Rule 2024) ফলে সিদ্ধান্ত গ্রহণে আম্পায়ারদের অনেক সুবিধা হবে এবং দলগুলোর কোনো ক্ষতি হবে না।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, চলতি বছর ১৭ তম আইপিএল শুরু হওয়ার ঠিক ২৪ ঘন্টা আগে চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। এবার ঋতুরাজকে দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top