ভারতীয় রেল হলো ভারতের অন্যতম বড় একটি সরকারি পরিষেবা যা জলের মতো ভারতের মাটিতে ছড়িয়ে আছে। ভারতের সমস্ত গ্রাজুয়েট ছাত্র ছাত্রীদের জন্য এবার বড়ো খবর। সামনে এলো এক দারুণ চাকরির সুযোগ। ভারতীয় রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের পক্ষ থেকে হসপিটালিটি মনিটর পদে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি সামনে আনা হয়েছে। কোনো পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ। জানুন বিশদে
বার্ষিক ১০ লক্ষ টাকার চাকরির সুযোগ Google India তে! জানুন আবেদন পদ্ধতি
পদের নাম : IRCTC এর Hospitality Monitor পদে নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা : সর্বমোট ৩৫ টি শূন্য পদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মাসিক বেতন : এই পোস্টে নির্বাচিত চাকরি প্রার্থীদের মাসিক ৩০,০০০ টাকার বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : IRCTC এর হসপিটালিটি মনিটর পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের B.sc , BBA বা MBA ডিগ্রি থাকা প্রয়োজন।
বয়সসীমা : এই পদে আবেদনের জন্য ১/৭/২৪ এর অনুসারে প্রার্থীর বয়স সব চেয়ে বেশি ২৮ বছর হলে সে আবেদন করতে পারবে।
মাধ্যমিক পাশে একাধিক পদে পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ জেনে নিন কিভাবে
আবেদন পদ্ধতি: আবেদন পদ্ধতিটি সম্পন্ন হবে অফলাইনে। এর জন্য আইআরসিটিসি এর অফিসিয়াল ওয়েবসাইট irctc.co.in লিংকে প্রবেশ করে এর অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদনের ফর্মটি প্রিন্ট করতে হবে। এরপর প্রার্থীর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এবং এরপর উপযুক্ত নথি সহ ২২ থেকে ২৬ শে জুলাইয়ের মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় গিয়ে জমা দিতে হবে আবেদনপত্রটি।
নিয়োগ পদ্ধতি : সরাসরি আবেদন জমা দিয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে।