SIP: SIP-তে বিনিয়োগ করার আগে মাথায় রাখুন এই ৪ টি জিনিস, নাহলে নষ্ট হবে টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SIP: যখন বিনিয়োগের কথা আসে, এখন অনেকেই শুধু পোস্ট অফিস বা ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টেই নয়, বড় রিটার্নের জন্য মিউচুয়াল ফান্ড (SIP) এসআইপিতেও টাকা বিনিয়োগ করছেন। এই মিউচুয়াল ফান্ডগুলি অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তবে এখনও মোটা রিটার্ন অফার করে। যদি সঠিক বিবেচনায় এসআইপিতে টাকা বিনিয়োগ করা যায় তাহলে ভালো টাকা রিটার্ন পাওয়া যাবে।

আপনি যদি এসআইপিতে অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে এক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেকোনো ভুল করলে আপনি ঠকে যাবেন এবং রিটার্ন অনেক কম আসবে। আজকের এই প্রতিবেদনে এসআইপি করার আগে কি করা উচিত সে সম্পর্কে ৪ টি কারণ জানাবো।

আরও পড়ুন »   সন্তানের নামে শুরু করুন 5000 টাকার বিনিয়োগ, রিটার্ন ৩৮ লক্ষ টাকা

২)এসআইপিতে অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই ভালো করে রিসার্চ করতে হবে। যেকোনো কারোর কথায় অন্ধের মত বিশ্বাস করে অর্থ বিনিয়োগ করা যাবে না। কারোর থেকে উপদেশ গ্রহণ করতে পারবেন কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেকেই গ্রহণ করতে হবে।

৩)একটি নির্দিষ্ট ফান্ডে সমস্ত টাকা বিনিয়োগ না করে বিভিন্ন ফান্ডে টাকা বিনিয়োগ করতে হবে। এর কারণ ভবিষ্যতে যদি কোন ফান্ড মারাত্মক ধাক্কাও খায় তাহলে অন্যান্য ফান্ডের মাধ্যমে আপনার সেই টাকা উঠে যাবে।

SIP
SIP

৪)আপনি যদি এসআইপিতে বিনিয়োগ শুরু করে থাকেন তাহলে এই এসআইপিতে বিনিয়োগ করা কখনোই মাঝপথে বন্ধ করবেন না। অনেকেই আছেন যারা এসআইপিতে টাকা বিনিয়োগ শুরু করেন আবার মাঝপথে বন্ধ করে দেন। এক্ষেত্রে ভালো রিটার্নের বদলে মোটা টাকা লোকসান হতে পারে।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news