আপনারা প্রত্যেকেই জানেন বেশ কিছুদিন আগে (KP Constable Practice Set 03) পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই পুলিশের পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সবাই প্রস্তুতি নিতে শুরু করেছে তবে যারা এখনো প্রস্তুতি নিতে পারেনি বিভিন্ন কারণে তাদের জন্য খুশির খবর।
KP Constable Practice Set in Bengali
আমাদের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আপনাদের প্রদান করা হবে। মনে রাখবেন আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ০৩ (KP Constable Practice Set 03)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
KP Constable Practice Set 03
1. প্রাচীন কালে বার্মা (মায়ানমার) কী নামে পরিচিত ছিল?
[A] মালায়মন্ডলম
[B] যবদ্বীপ
[C] সুবর্ণভূমি
[D] সুবর্ণদ্বীপ
উত্তরঃ [C] সুবর্ণভূমি
2. কোন মুসলমান অনুপ্রবেশকারী সৈন্যসহ নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল?
[A] আলাউদ্দিন খিলজি
[B] মহম্মদ বিন তুঘলক
[C] মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি
[D] মহম্মদ বিন কাশেম
উত্তরঃ [C] মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি
3. 738 খ্রিস্টাব্দে আরবগণ কাদের দ্বারা পরাজিত হয়েছিল?
[A] প্রতিহার
[B] রাষ্ট্রকূট
[C] চালুক্য
[D] সেন
উত্তরঃ [C] চালুক্য
4. ‘দিওয়ান-ই-আমিরকোহী’ এর প্রতিষ্ঠা কে করেন?
[A] আলাউদ্দিন খিলজী
[B] ফিরোজ শাহ তুঘলক
[C] মহম্মদ বিন তুঘলক
[D] শামসুদ্দিন ইলতুৎমিস
উত্তরঃ [C] মহম্মদ বিন তুঘলক
5. ভারতে প্রথম রুপোর ব্যবহার কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল—
[A] হরপ্পা সভ্যতায়
[B] পশ্চিম ভারতের চালকোলিথিক সময়ে
[C] বৈদিক গ্রন্থে
[D] রুপোর পাঞ্চমার্ক মুদ্রা
উত্তরঃ [A] হরপ্পা সভ্যতায়
6. উত্তর মেরুর লিপি থেকে কোন রাজ্যের প্রশাসন সম্পর্কে জানা যায়?
[A] চালুক্য
[B] সাতবাহন
[C] পল্লব
[D] চোল
উত্তরঃ [D] চোল
7. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
[A] বাবর এবং হিমু
[B] আকবর ও রানা প্রতাপ
[C] আকবর এবং রানা সংগ্রাম সিংহ
[D] বাবর এবং রানা সঙ্গ
উত্তরঃ [D] বাবর এবং রানা সঙ্গ
8. বানভট্ট কার সভাকবি ছিলেন?
[A] বিক্রমাদিত্য
[B] কুমারগুপ্ত
[C] হর্ষবর্ধন
[D] কণিষ্ক
উত্তরঃ [C] হর্ষবর্ধন
9. প্রথম কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা ছাড়া অন্যান্য সব দ্রব্য সামগ্রীতে একচেটিয়া ব্যবসা জুড়ে দেওয়া হয়?
[A] 1793
[B] 1813
[C] 1833
[D] 1853
উত্তরঃ [B] 1813
10. মাদ্রাজে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
[A] সৈয়দ হায়দার রেজা
[B] বিপিনচন্দ্র পাল
[C] চিদাম্বরম পিল্লে
[D] চম্পকরমণ পিল্লে
উত্তরঃ [C] চিদাম্বরম পিল্লে
11. নিম্নলিখিত গান্ধীজীর কোন অনুগামী জীবিকা ছিল শিক্ষকতা?
[A] এ.এন. সিনহা
[B] ব্রজ কিশোর প্রসাদ
[C] জে বি কৃপালিনী
[D] রাজেন্দ্র প্রসাদ
উত্তরঃ [C] জে বি কৃপালিনী
12. অরবিন্দ ঘোষ কে কেন গ্রেফতার করা হয়েছিল?
[A] আলিপুর বোমা মামলা
[B] কোলাপুর বোমা মামলা
[C] কাকোড়ি ষড়যন্ত্র মামলা
[D] লাহোর ষড়যন্ত্র মামলা
উত্তরঃ [A] আলিপুর বোমা মামলা
13. ‘ভারতের আত্মা গ্রামে বসবাসকারী করে’ উক্তি?
[A] জওহরলাল নেহেরু
[B] মহাত্মা গান্ধী
[C] জয়প্রকাশ নারায়ণ
[D] বি. জি. তিলক
উত্তরঃ [B] মহাত্মা গান্ধী
14. ‘দ্যা ইন্ডিয়ান স্টাগল 1935-1942’ এর রচয়িতা কে?
[A] লালা লাজপত রাই
[B] মোতিলাল নেহেরু
[C] পট্টভি সিতারামাইয়া
[D] সুভাষ চন্দ্র বসু
উত্তরঃ [D] সুভাষ চন্দ্র বসু
15. আইন অমান্য আন্দোলনের সরোজিনী নাইডু কোন স্থানের সত্যাগ্রহীদের নেতৃত্বে ছিলেন?
[A] ডান্ডি
[B] ওয়াজলা
[C] সনিকাট্টা
[D] ধরসানা
উত্তরঃ [D] ধরসানা