KTM Electric Scooter: OLA-কে টেক্কা দিতে, বাজারে আসতে চলেছে KTM-র ই-স্কুটার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

KTM Electric Scooter : বাজারে আসতে চলেছে KTM এর নতুন ইলেকট্রিক স্কুটার! OLA- কে টেক্কা দিতে বিরাট ঝড় তুলতে চলেছে সংস্থা। আকর্ষণীয় ফিচারের সঙ্গে অত্যন্ত কম দামে পাওয়া যাবে এই ই-স্কুটার।

KTM এর নতুন ডিজাইনের এই ইলেকট্রিক স্কুটার অনায়াসেই টেক্কা দেবে OLA কে! অন্তত এমনই দাবি করেছে সংস্থা। কম দামে পাওয়ারফুল ফিচার পাবেন KTM-এর এই স্কুটারে। শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে নতুন ডিজাইনের ইলেকট্রিক স্কুটার। বাজারে Ola এবং Ather এর মত ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতায় নামবে KTM এর নতুন ই-স্কুটার।

আরও পড়ুন »   Mahindra XUV700 স্বয়ংক্রিয় সাশ্রয়ী মূল্যে - নতুন MX AT ভেরিয়েন্ট শীঘ্রই লঞ্চ হবে

KTM ইন্ডিয়া একটি জনপ্রিয় কোম্পানি যা তার চমৎকার স্পোর্টস বাইকের জন্য পরিচিত। তরুণপ্রজন্মের কাছে এই বাইকগুলি খুবই প্রিয়। এখন এই কোম্পানি ভারতের বাজারে বাইকের পাশাপাশি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার চিন্তা-ভাবনা করেছে। তবে কবে লঞ্চ সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

KTM ইলেকট্রিক স্কুটারের শক্তিশালী ফিচার সম্পর্কে জানুন

KTM-এর এই বৈদ্যুতিক স্কুটারে অ্যালুমিনিয়াম সুইংআর্ম এবং একটি বড় টাচস্ক্রিন ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই স্কুটারে মিড-মাউন্টেড মোটর এবং ১৪ ইঞ্চি হুইল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এই বৈদ্যুতিক স্কুটারে থাকতে পারে 4kW-এর মোটর। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 45 কিলোমিটার হতে পারে।

আরও পড়ুন »   নতুন স্কুটার কিনতে চাইছেন? জেনে নিন ভারতের টপ সেলিং পাঁচটি স্কুটারের সম্পর্কে

KTM ইলেকট্রিক স্কুটার লঞ্চের তারিখ জেনে নিন

KTM এই বৈদ্যুতিক স্কুটারটি ২টি ভেরিয়েন্টে লঞ্চ করবে যার মধ্যে আপনি একটি 4 kW ভেরিয়েন্ট এবং একটি 8 kW ভেরিয়েন্ট পাবেন। 8 kW ভ্যারিয়েন্টটি ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

KTM Electric Scooter: OLA-কে টেক্কা দিতে, বাজারে আসতে চলেছে KTM-র ই-স্কুটার
KTM Electric Scooter: OLA-কে টেক্কা দিতে, বাজারে আসতে চলেছে KTM-র ই-স্কুটার

KTM ইলেকট্রিক স্কুটারের আনুমানিক দাম জানুন

KTM-এর এই নতুন ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট খবর পাওয়া যায়নি। কিন্তু সূত্রের খবর, কোম্পানি এই স্কুটারটি ২ থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে লঞ্চ করতে পারে।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news