কেন্দ্রে আবারো মোদী সরকার , এখনও উন্নতি নেই শেয়ার বাজারে – How TO Make Money

কেন্দ্রে আবারো মোদী সরকার , এখনও উন্নতি নেই শেয়ার বাজারে

শেয়ার বাজার এখন তরুণ প্রজন্মের অন্যতম উপার্জনের পথ হলো শেয়ার বাজার। বিনিয়োগ থেকে শুরু করে সঞ্চয় এখন সব বিষয়েই এগিয়ে শেয়ার বাজার। প্রতিনিয়ত হাজার হাজার নতুন গ্রাহক জুড়ছে শেয়ার বাজারে। ভোটের দিনক্ষণ ঘোষণার সময় থেকেই বাজারে ঘন ঘন উত্থান ও পতনের সাক্ষী থেকেছে বিনিয়োগকারীরা ।

ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ জোটের ফল আশানুরূপ না হওয়ায় বাজারে এক বড়সড় ধস নামে । তারপর বাজার কিছুটা উঠলেও সবটা সামলে উঠতে পারেনি। রবিবার মোদী তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলে সোমবার বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় আশার আলো দেখে বিনিয়োগকারীরা।

সোমবার সেই আশায় জল ঢেলে বাজার একটু একটু করে আবারও নিচের দিকে ধসে যেতে থাকে। এদিনেও ক্ষতির সম্মুখীন হতে হয় বিনিয়োগকারীদের। ভোট গ্রহণ চলাকালীন একটি সাক্ষাৎকারে মোদী জানান তারা ক্ষমতায় এলে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে জোর দেওয়া হবে ফলে দৌড় লাগবে শেয়ার বাজার। সেই মতো সমস্ত অর্থ বিনিয়োগ করে বসে আছেন বিনিয়োগকারীরা কিন্তু তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদি শপথ গ্রহণের পরও উন্নতি নেই শেয়ার বাজারে। লগ্নি অর্থের উপর এখনও লাল নজর। ক্ষতির মুখে সবাই।

কেন্দ্রে আবারো মোদী সরকার , এখনও উন্নতি নেই শেয়ার বাজারে
কেন্দ্রে আবারো মোদী সরকার , এখনও উন্নতি নেই শেয়ার বাজারে

ওদিকে ইজরাইল গাজার যুদ্ধ নবম মাসে পা দিয়েছে, সংঘাতে মৃত ও আহত মানুষের সংখ্যা রোজ বাড়লে তার প্রভাব পড়ছে বিশ্ব বাজারেও। তাই ভারতীয় শেয়ার বাজারও মোদীর শপথ গ্রহণের পরও ঘুরে দাঁড়াতে পারছেনা। তবে বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই হাল ফিরবে শেয়ার বাজারে। ইতিমধ্যেই মোদী সরকার নির্ধারিত প্রকল্পের উপর কাজ শুরু করেছে। তাই এখন শুধু সময়ের অপেক্ষা।

Scroll to Top