শুরু হলো আধার কার্ডের নতুন আপডেট, আপডেট সম্পন্ন না করলে বাতিল করে দেওয়া হতে পরে আধার। নতুন বিজ্ঞপ্তি হরি হয়েছে আধারের তরফে। ইতিমধ্যেই আধার কার্ড হোল্ডারদের ফোনে আধারের তরফে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে। অন্যথায় বাতিল হবে আধার এমনটাই জানানো হচ্ছে আধারের তরফে।
গ্রাহকদের ফোন ইতিমধ্যেই মেসেজ পাঠাচ্ছে ভারত সরকার। নির্দিষ্ট কিছু বছরের ব্যাবধানে এই আপডেট হবে। এবার গ্রাহকদের নিজেদের আধার কার্ড আপডেট করতে হবে। এবার নিজেদের প্যান কার্ড বা অন্য যেকোনো বৈধ আইডেন্টি কার্ড এর মাধ্যমে আধারের e KYC করাতে বলা হচ্ছে। নইলে উক্ত আপডেটের শেষ সীমা পেরিয়ে গেলে বন্ধ হয়ে যাবে আধার এবং আধারের সাথে সংযুক্ত সমস্ত ডকুমেন্টস অচল হয়ে পড়বে।
আধারের এই আপডেটের মাধ্যমে হোল্ডারদের পরিচয় পত্র সম্পর্কে আরেকবার রিপোর্ট গ্রহণ করতে চাইছে সরকার। এছাড়াও জনসংখ্যা বিচারের কাজেও সাহায্য পাওয়া যাবে এই আপডেটের মাধ্যমে। শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে e KYC করলেই গ্রাহকের আধার বৈধ বলে গণ্য করা হবে, অন্যথায় সেটি বাতিল হওয়ার যোগ্য হবে।

আধারের আপডেটের মেসেজে myaadhar.uidai.gov.in অর্থাৎ আধারের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অথবা আধারের কোনো সেন্টারে গিয়ে নিজেদের পরিচয় পত্র ও ঠিকানার প্রমাণ পত্র আপডেট করার কথা বলা হচ্ছে। আধার মানুষের একটি গুরুত্ব পূর্ণ পরিচয় পত্র। বর্তমান ভারতে আধার কার্ড সকলের জন্য প্রয়োজনীয় হয়েছে। তাই আধার রক্ষার্থে পরিচয় পত্র দিয়ে KYC করে নিতে আবেদন করছে ভারত সরকার।