কনিষ্ঠতম K2 জয়ী পর্বতারোহী হিসেবে নজির নিমা রিঞ্জি শেরপার – How TO Make Money

কনিষ্ঠতম K2 জয়ী পর্বতারোহী হিসেবে নজির নিমা রিঞ্জি শেরপার

পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ হিসেবে সবার উপরে রয়েছে নেপালের 8848 মিটার উচ্চতায় মাউন্ট এভারেস্ট। এরপরই দ্বিতীয় স্থানে আছে ভারতের গডউইন অস্টিন বা K2 যার উচ্চতা 8611 মিটার। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রশিক্ষণ নিয়ে এই কঠিন দুই পর্বত জয়ের নেশায় ছুটে আসেন। প্রতিনিয়ত নয়া রেকর্ড তৈরি হয় আবার কোনো পর্বতারোহী সেই রেকর্ড ভেঙেই দেন।

এবার ভাঙলো এরকমই একটি রেকর্ড। পৃথিবীর কনিষ্ঠ তম পর্বতারোহী হিসেবে K2 জয় করলেন নেপালের নিমা রিনজি শেরপা। মাত্র 17 বছর 99দিন বয়সেই গড়লেন নয়া নজির। ৮ই জুন সকালে তিনি পাহাড়ের চূড়োয় পৌঁছান এবং তারপরই তার পর্বতারোহণ সংস্থার তরফে খবরটি সকলের সাথে ভাগ করে নেওয়া হয়। বিশ্ব রেকর্ড করা এই পর্বতারোহী এখনও নেপালের একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এরই মধ্যে বিশ্ব মাঝে নাম অর্জন করেছেন এই যুবক।

K2 সামিটে যাওয়ার শেষ দল হিসেবে নিমারা পৌঁছায় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শ্রেণীর শিখরে। নেপালের আঞ্চলিক সময় অনুসারে এদিন সকাল 9.30 মিনিটে তারা শিখরে পৌঁছায়। নিমা রিনজী চড়াও ওই পর্বতারোহীদের দলে ছিলেন পসং নূর্বু শেরপা, ডেন্ডি শেরপা, ফুরা সারিং শেরপা, পূর্বা কুসং শেরপা, অং তেনজি শেরপা এবং রাশিয়ার আলিনা পেকোভা।

কনিষ্ঠতম K2 জয়ী পর্বতারোহী হিসেবে নজির নিমা রিঞ্জি শেরপার
কনিষ্ঠতম K2 জয়ী পর্বতারোহী হিসেবে নজির নিমা রিঞ্জি শেরপার

আগের বছর পরপর দুবার ব্যর্থ হয়ে সর্বশেষ দল হিসেবে 2024 এ কথা চূড়োয় পৌঁছোতে পেরে আনন্দিত সকল সদস্যই। মোট 98 দিনের এই যাত্রা সফল করে এবার তাদের ফেরার পালা।

Scroll to Top