১০ বছর পর প্রত্যাবর্তন Nissan X-Trail গাড়ির। রইলো আরও – How TO Make Money

১০ বছর পর প্রত্যাবর্তন Nissan X-Trail গাড়ির। রইলো আরও

মূলত ফর্চুনার গাড়িটিকে টেক্কা দিতেই বাজারে দশ বছর পর ফেরানো হচ্ছে নিশানকে। ভারতের সমস্ত এসইউভি প্রেমিকদের জন্য বড় খবর। চলতি মাসেই ভারতের বাজারে আসতে চলেছে নিশান মোটরসের চতুর্থ জেনারেশনের নিশান এক্স ট্রেইল। দুবছর আগেই এর প্রথম ছবি এবং ফিচারস প্রকাশ্যে আসলেও চলতি মাসের 17 তারিখে অর্থাৎ 17 ই জুলাই ভারতের বাজারে পা রাখতে চলেছে বলেই খবর। তবে এই প্রাইম গাড়িটি বাজারে এলে টয়োটা ফর্চুনার এবং এমজি গ্লোস্টার এই দুটি গাড়ির বাজারে ভাঁটা পড়তে পারে বলেই ধারণা দিচ্ছেন গাড়ি বিশেষজ্ঞরা।

গাড়িটি আগে ভারতের বাজারে ছাড়পত্র পেলেও ঠিক বাজার কাঁপাতে পারেনি সেই সময়। তাই 2005 সালের লঞ্চের পর গ্রাহক কম আকর্ষিত হওয়ায় 2014 তেই এর যাত্রা শেষ হয়। পরে বাজারের চাহিদা বুঝে 2022 সালেই সংস্থাটি এর প্রত্যাবর্তন সম্পর্কে ধারণা দিতে একটি প্রতিবেদনে এর ছবি ও ডিটেলস জানায়। এরপর দুই বছর কেটে গেলেও এই বিষয়ে কাজ স্থগিত রাখে সংস্থাটি। অবশেষে চলতি মাসের 17 ই জুলাইতে ভারতের বাজারে দশ বছর পর আবার পা রাখতে চলেছে নিশান এক্স ট্রেইল গাড়িটি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে গাড়িটি সম্ভবত 5 বা 7 জন বছর উপযোগী হিসেবে লঞ্চ হতে চলেছে। তবে এই বিষয়টি নিশ্চিত করেনি সংস্থা।

গাড়িটি তৈরি করা হয়েছে Alliance CMF-C এর উপর ভিত্তি করে। e Power ড্রাইভ সিস্টেম সহ দেওয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি এবং পাওয়ার ট্রেন। সর্বোচ্চ 201 bhp pawar উৎপন্ন করতে পারবে এমন মহা শক্তিশালী মোটরের ব্যবহার করা হয়েছে। সর্বনিম্ন মাইল্ড হাইব্রিড ভ্যারিয়েন্ট থেকে শুরু করে পাওয়া যাবে সর্বচ্চো 160 bhp ক্ষমতা। যা গাড়িটিকে এক্সট্রা সাহায্য করবে। এছাড়াও এর সুদর্শন চেহারাতেও বাজার মাতাবে বলে ধারণা অনেকের।

Scroll to Top