বিনা টিকিটে আর যাত্রা নয়, ধরা পড়লে দেওয়া হবে শাস্তি কঠোর ভাবে জানিয়ে দিলো পূর্ব রেল – How TO Make Money

বিনা টিকিটে আর যাত্রা নয়, ধরা পড়লে দেওয়া হবে শাস্তি কঠোর ভাবে জানিয়ে দিলো পূর্ব রেল

বিনা টিকিটে যাত্রা পূর্বে রেলের কাছে একটা বড় ফাঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন টিকিট কাটার সমস্ত রকম অফলাইন বা অনলাইন সুবিধা দেওয়া সত্ত্বেও রেলের চোখে ফাঁকি দিয়ে যাত্রা করছে একাধিক যাত্রী। এবার পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কঠোর ভাবে সতর্ক করলেন তাদের।

বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কৌশিক মিত্র মহাশয় টিকিট ছাড়া ভ্রমণ করা যাত্রীদের সতর্ক করে দিলেন। তিনি জানালেন এতদিন অনেক যাত্রীই টিকিট চেকারদের চোখ এড়িয়ে যাত্রা করে আসছেন । এতে বিশাল একটা ক্ষতির সম্মুখীন না হলেও এই ক্ষতিটুকুও আর চায়না পূর্ব রেল। এদিন এই কথাই সাফ জানালেন কৌশিক বাবু।

বিনা টিকিটে আর যাত্রা নয়, ধরা পড়লে দেওয়া হবে শাস্তি কঠোর ভাবে জানিয়ে দিলো পূর্ব রেল

তিনি আরও বলেন পূর্ব রেলে এতদিন শুধু মাত্র বড়ো স্টেশন বা জংশন স্টেশন থেকেই চেকারদের ওঠার প্রবণতা ছিল। কিন্তু এবার এর সেই ভুল নয় রেলের। এবার থেকে যেকোনো ছোট বা বড় স্টেশন থেকেই উঠতে পারেন চেকাররা। যেখানে যাত্রীরা ভাববেন চেকার ওঠার কোনো সংশয় নেই সেই সব স্টেশনকেই লক্ষ্য রাখছে পূর্ব রেলের আধিকারিকরা।

বিনা টিকিটে আর যাত্রা নয়, ধরা পড়লে দেওয়া হবে শাস্তি কঠোর ভাবে জানিয়ে দিলো পূর্ব রেল
বিনা টিকিটে আর যাত্রা নয়, ধরা পড়লে দেওয়া হবে শাস্তি কঠোর ভাবে জানিয়ে দিলো পূর্ব রেল

ভারতের যোগাযোগ ব্যবস্থায় চলা যানবাহনের মধ্যে সব চেয়ে সস্তা যাত্রা হয় রেলের মাধ্যমেই। মাত্র ৫ বা ১০ টাকাতেই যাওয়া যায় ৫০-১০০ কিলোমিটার। আর সেই ক্ষেত্রে আর ভাড়া ফাঁকি যেনো না দেয় যাত্রীরা। এই অর্জি তিনি তুলে ধরেন ভিডিওর মাধ্যমে। নইলে অন্য সব যাত্রীদের সামনে টিকিট হীন যাত্রীর সম্মান নষ্ট হবে এবং তাকে মোটা টাকার ফাইন সহ আটক করেও রাখা হতে পারে বলে জানিয়েছেন।

Scroll to Top