সন্তানের উচ্চ শিক্ষার আর চিন্তা নয়, প্রথম মাস থেকেই স্বল্প বিনিয়োগে এক কোটি টাকা পর্যন্তও রিটার্ন – How TO Make Money

সন্তানের উচ্চ শিক্ষার আর চিন্তা নয়, প্রথম মাস থেকেই স্বল্প বিনিয়োগে এক কোটি টাকা পর্যন্তও রিটার্ন

মূল্যবৃদ্ধি এখন রোজকার সঙ্গী হয়ে উঠেছে সাধারণ মানুষের। খাদ্যদ্রব্য থেকে শুরু করে দিন দিন খরচ বাড়ছে শিক্ষাতেও। সন্তানের জন্মের পর থেকে উচ্চ শিক্ষা বিবাহ সমস্ত কিছুতেই চিন্তা বাড়ছে মা বাবা দের। কিভাবে কি করলে মিলবে সঠিক রিটার্ন সেই সব ভেবে বিনিয়োগ করে উঠছেন না অনেকেই। আবার অনেকেই ভাবছেন স্বল্প বিনিয়োগের ফল কতটুকুই বা তাঁর সন্তান পাবে। এই সমস্ত প্রশ্নের জবাব দিতেই এই প্রতিবেদনটি।

সন্তানের জীবন সুরক্ষিত করতে একটি বাবা মা তার জন্য জীবনপাত করে দিতে পারে। তাঁর শিক্ষা, উন্নত জীবনযাত্রা, সফল জীবন সব মিলিয়েই তাদের জীবন গুছিয়ে দেওয়াই লক্ষ্য হয় পিতামাতার। আর এই জন্যই শুরু থেকেই দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কারণ তাঁদের মতে একমাত্র দীর্ঘ দিনের বিনিয়োগে মেলে শক্তিশালী রিটার্ন।

ভারতে পড়াশুনোর খরচ যেমন বাড়ছে,বিদেশে গিয়ে পরা শুনোর খরচও তেমন বেড়ে চলেছে দিনদিন। আর এসবের সাথে টেক্কা দিয়ে চলতে গেলে সন্তানের জন্মের সময় থেকেই অল্প অল্প করে শুরু করতে হবে বিনিয়োগ। যাতে সন্তানের প্রাপ্তবয়ষ্ক হওয়ার সময় তার উচ্চশিক্ষার জন্য টাকা প্রস্তুত হয়ে থাকে। আর এর জন্য মিউচুয়াল ফান্ডের SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করলে ১৮ বছরে একটি বড় ফান্ড তৈরি হবে। আর এর জন্য বিনিয়োগও ৫ থেকে ১০ হাজারের মধ্যে করা যেতে পারে।

সন্তানের উচ্চ শিক্ষার আর চিন্তা নয়, প্রথম মাস থেকেই স্বল্প বিনিয়োগে এক কোটি টাকা পর্যন্তও রিটার্ন
সন্তানের উচ্চ শিক্ষার আর চিন্তা নয়, প্রথম মাস থেকেই স্বল্প বিনিয়োগে এক কোটি টাকা পর্যন্তও রিটার্ন

অর্থাৎ মাত্র ৫ বা ১০ হাজার টাকা যদি কোনো ব্যক্তি মাসিক জমান তবে ১৮ বছরে সুদ সহ তা এক কোটিতে পৌঁছবে সে বিষয়ে নিশ্চিত। প্রতি মাসে ৫ হাজারের বিনিয়োগে ওই ব্যক্তি ১৮ বছরে সুদ সহ পাবেন ৩৮ লক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে। এবং যদি কেউ ১০ হাজার টাকা মাসিক জমাতে থাকেন তবে সেক্ষেত্রেও তিনি পাবেন ৭৬ লক্ষ টাকারও বেশি।

Scroll to Top