৫ বছরের সুদ সাড়ে চার লক্ষ টাকা। বড়ো বড়ো স্কিমকেও হার মানিয়ে রইলো চমৎকার সুযোগ – How TO Make Money

৫ বছরের সুদ সাড়ে চার লক্ষ টাকা। বড়ো বড়ো স্কিমকেও হার মানিয়ে রইলো চমৎকার সুযোগ

যত দিন যাচ্ছে বিনিয়োগের মাধ্যমও বেড়ে চলেছে। তাই প্রতিটি সংস্থাই এখন বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দেওয়ার উপর জোর দিচ্ছেন। তবুও এই বিনিয়োগের প্রতিযোগিতার বাজারে টিকে থাকার লড়াই এখনও সহজ নয়। আর বিনিয়োগের বিভিন্ন সংস্থার মধ্যে প্রথম সারিতে রয়েছে মিউচুয়াল ফান্ড বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।

এই মাধ্যমে বিনিয়োগকারী চাইলে নিজের পছন্দ মতো মাসিক বিনিয়োগ করতে পারবেন এবং জমা অর্থের সমান সুদও পেতে পারেন। এখানে পাঁচ বছরে মিলতে পারে সাড়ে চার লাখ টাকা। যদি কোনো ব্যক্তি প্রতিমাসে ২০ হাজার টাকার একটি SIP শুরু করেন তবে পাঁচ বছরের বিনিয়োগে পাবেন ৪৫০০০০ টাকার রিটার্ন।

ভারতে নানা মানুষের বাস একেকজনের অর্থনৈতিক অবস্থা একেক রকম। কারো চট জলদি বেশি রিটার্ন প্রয়োজন বা সন্তানের বিবাহ, বা উচ্চশিক্ষায় সাহায্যের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভ বেশি পাওয়া যাবে। মিউচুয়াল ফান্ড এখন সব থেকে বেশি রিটার্ন দেওয়া মাধ্যম গুলির শীর্ষে আছে। তবে অর্থনীতিবিদদের মতে মিউচুয়াল ফান্ডএর বিনিয়োগ সবসময় দীর্ঘ সময়ের জন্য করা উচিত। এতে শেয়ার বাজারের দাম ওঠা নামার বিষয়ে কোনো প্রভাব পড়েনা ।

৫ বছরের সুদ সাড়ে চার লক্ষ টাকা। বড়ো বড়ো স্কিমকেও হার মানিয়ে রইলো চমৎকার সুযোগ
৫ বছরের সুদ সাড়ে চার লক্ষ টাকা। বড়ো বড়ো স্কিমকেও হার মানিয়ে রইলো চমৎকার সুযোগ

কম সময়ের জন্য করলেও ভালো রিটার্ন পাওয়া যায় তবে সেটি দীর্ঘ সময়ের থেকে অনেক টা কম। কোনো ব্যক্তি ২০০০০ টাকা মাসে জমানো শুরু করে তবে সে এক বছরে সে ২ লাখ ৪০ হাজার টাকা জমাতে পারে। এবং পাঁচ বছরে সেটা বেড়ে হয় বারো লক্ষ টাকা। সেটিতে পাঁচ বছরের সুদ মেলে সাড়ে চার লাখ টাকা। যা বিনিয়োগকারীকে সুবিধা দেবে।

Scroll to Top