আর বারবার করতে হবে না কেওয়াইসি, চালু হচ্ছে Uniform KYC। কি কি সুবিধা মিলবে জেনে নিন।

আর্থিক লেনদেনের ক্ষেত্রে Uniform KYC বিষয়টির সঙ্গে বর্তমান দিনে আমরা প্রত্যেকেই পরিচিত।কেওয়াইসি অর্থাৎ KYC কথাটির অর্থ হলো Know Your Customer। অর্থনৈতিক দিকের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোন বিষয়, সে কোনো আর্থিক লেনদেনই হোক বা কোনো বীমা পরিষেবা গ্রহণ, প্রতিটি ক্ষেত্রেই গ্রাহকের জন্য কেওয়াইসির বিষয়টি বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হয়। আর্থিক লেনদেনকে সচল রাখতে সংশ্লিষ্ট সংস্থায় কেওয়াইসি অবশ্যই দিয়ে রাখতে হয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে এই কেওয়াইসি-র বিষয়েই আসতে চলেছে বড় পরিবর্তন। কেওয়াইসি সংক্রান্ত বিষয় নিয়ে আর বিভ্রান্তির সম্মুখীন হতে হবে না গ্রাহকদের। দেখে নিন KYC তে ঠিক কি কি পরিবর্তন আসছে।

KYC-র কাজ:- Uniform KYC

Know Your Customer অর্থাৎ KYC আসলে প্রদান করতে হয় যে কোন আর্থিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থায়। এই কেওয়াইসি-র মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা তার গ্রাহকদের বিষয়ে বিস্তারিত তথ্য গ্রহণ করে। কেওয়াইসি-র এই তথ্য গুলি আসলে গ্রাহককে সংশ্লিষ্ট সংস্থার কাছে সম্পূর্ণভাবে পরিচিত করায়।

KYC সম্পর্কিত সমস্যা:-

যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে কেওয়াইসি কে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। এতদিন পর্যন্ত গ্রাহকরা যতগুলি সংস্থার সঙ্গে আর্থিক ভাবে সংযুক্ত থাকতেন সেই প্রত্যেকটিতে তাদের কেওয়াইসি প্রদান করতে হতো। এই কারণে একই ব্যক্তিকে একাধিক বার একাধিক স্থানে কেওয়াইসি জমা দিতে হতো এবং যার ফলে যথেষ্ট বিভ্রান্ত হতেন গ্রাহকরা। একাধিক স্থানে এই কেওয়াইসি জমা দেওয়ার ফলে এক থেকে যেমন প্রচুর কাগজপত্রের প্রয়োজন হতো ঠিক তেমনি অনেক সময়ের অপচয় ঘটতো। তবে এবার ফিন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল এর দেওয়া পরামর্শ অনুযায়ী গ্রাহকদের বারবার কেওয়াইসি জমা দেওয়া সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি ঘটতে চলেছে শীঘ্রই।

Uniform KYC কি? 

FSDC বা Financial Stability and Development Council এর দেওয়া প্রস্তাব অনুসারে দেশের সর্বত্র এক বিশেষ ধরনের কেওয়াইসি পদ্ধতি চালু হতে চলেছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন দেশে যে কোনো প্রান্তে একই কেওয়াইসি ব্যবহার করা হবে। নতুন এই পদ্ধতির নাম Uniform KYC। এই ইউনিফর্ম কেওয়াইসির মাধ্যমে যে কোনো ধরনের আর্থিক পরিষেবার ক্ষেত্রে মাত্র একবারই গ্রাহককে কেওয়াইসি জমা দিতে হবে।

Uniform KYC
Uniform KYC

Uniform KYC-র খসড়া:-

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই জানিয়েছিলেন দেশের মানুষের সুবিধার জন্য আর্থিক লেনদেনের নিয়ম কানুনগুলি আরো সহজ এবং শিথিল করতে হবে। তার এই নির্দেশকে মানতেই নতুন ভাবে তৈরি হওয়া ইউনিফর্ম কেওয়াইসি ঠিক কিভাবে পরিচালিত হবে, এই কেওয়াইসি নিয়মকানুন গুলি কি হবে এই সম্পর্কিত বিষয়গুলি ঠিক করতে টিভি সোমানাথনের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। এই কমিটি ইউনিফর্ম কেওয়াইসি -র সমস্ত কর্মপদ্ধতিগুলি নির্দিষ্ট করবে এবং সে বিষয়ে একটি খসড়া তৈরি করবে। এই খসড়া অনুযায়ী পরবর্তীকালে পরিচালিত হবে ইউনিফর্ম কেওয়াইসি।

Uniform KYC-র কর্মপদ্ধতি:-

CKYCR অর্থাৎ কেন্দ্রীয় কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রি পদ্ধতি অনুসারে ঠিক করা হয়েছে এবার থেকে গ্রাহকদের যে কোনো ধরনের আর্থিক সম্পর্কযুক্ত বিষয়ের সঙ্গে বারবার কেওয়াইসি জমা করতে হবে না। ইউনিফর্ম কেওয়াইসির মাধ্যমে গ্রাহককে ১৪ সংখ্যার CKYC নম্বর দেওয়া হবে। এছাড়া গ্রাহক প্রথমবার যে কেওয়াইসি জমা দেবেন সেটি SEBI, RBI, IRDAI ও PFRDA ইত্যাদি স্থানে পাঠিয়ে দেওয়া হবে।  এর ফলে একটি জায়গায় দেওয়া কেওয়াইসির মাধ্যমে সমস্ত আর্থিক লেনদেনের কাজ সম্পন্ন হবে আলাদা আলাদা জায়গায় নতুন করে আর কেওয়াইসি জমা দিতে হবে না।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment