মাধ্যমিক পাশে বিদ্যালয়ে বিভিন্ন নন টিচিং পদে নিয়োগ, বেতন 25,500/-শূন্যপদ 1377 | Non Teaching Recruitment 2024 – How TO Make Money

মাধ্যমিক পাশে বিদ্যালয়ে বিভিন্ন নন টিচিং পদে নিয়োগ, বেতন 25,500/-শূন্যপদ 1377 | Non Teaching Recruitment 2024

বিদ্যালয়ে নন টিচিং পদে কর্মী নিয়োগ (Non Teaching Staff Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে এবং অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী। অনেকেই আছেন যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী এবং সেই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজ করছেন। তারা এখানে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাNavodaya Vidyalaya Samiti
পদের নাম স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ1377
আবেদন মাধ্যমঅনলাইনের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ  ………

নিয়োগকারী সংস্থা:

নবোদয় বিদ্যালয় সমিতি (NAVODAYA VIDYALAYA SAMIT) এর তরফে এই নিয়োগ সংঘটিত হচ্ছে।

শূন্যপদ সংখ্যা:

এখানে বিভিন্ন পদে সব মিলিয়ে 1377 টি শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী

পদের নাম:(Non Teaching Recruitment 2024)

বিদ্যালয়ের এই নিয়োগের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের নন টিচিং পদে নেওয়া হচ্ছে কর্মী। নিচে গুরুত্বপূর্ণ কিছু পদ সম্পর্কে আলোচনা করা হলো যেখানে আপনারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।যেমন,

পদ – স্টেনোগ্রাফার

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম উচ্চমাধ্যমিক করে থাকতে হবে আবেদন জানাতে চাইলে।

প্রার্থীর বয়সসীমা:

18 থেকে 27 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাসিক বেতন:

নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 25,500/- টাকা থেকে শুরু হচ্ছে।

পদ – জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা:

এই পদের ক্ষেত্রেও আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা:

ন্যূনতম 18 এবং সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা আবেদনযোগ্য।

মাসিক বেতন:

কর্মী পিছু মাসিক গড় বেতন 19,900/- টাকা থেকে শুরু হবে।

মাধ্যমিক যোগ্যতায় পদ:

মাধ্যমিক পাশ যোগ্যতায় মূলত যেসব পদে আবেদন জানাতে পারেন,

  • 1. ল্যাব অ্যাটেনডেন্ট
  • 2. মেস হেলপার
  • 3. মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ।

প্রার্থীর বয়সসীমা:

18 থেকে 30 বছর বয়সের মধ্যে যেকোনো প্রার্থী চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন:

কর্মী পিছু মাসিক গড় বেতন 18,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আপনারা।

  • নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করতে হবে।
  • নিজ নিজ যাবতীয় ডকুমেন্ট আপলোড করে একেবারে শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং অনলাইন আবেদনের কাজ সম্পন্ন করুন।

প্রয়োজনীয় লিঙ্ক:

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top