পেট্রোল, ডিজেলের ঘাটতি এবং মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে ভারতের টু হুইলারের বাজারে জাঁকিয়ে বসছে ইলেকট্রিক স্কুটার। বিগত কয়েক মাসে বৈদ্যুতিন স্কুটার বিক্রির নিরিখে এগিয়ে ছিল ওলা ইলেকট্রিক। মে মাস তার ব্যতিক্রম হলোনা। বাজাজ, টিভিএস এর মতো বড় বড় ব্র্যান্ড কে পিছনে ফেলে আবারও তালিকার শীর্ষে ওলা ইলেকট্রিক।
বিক্রির নিরিখে আবারও এগিয়ে ওলা। এক্ষেত্রে টিভিএস বা বাজাজের মতো বড় এবং পুরানো দুই কোম্পানিকে একের পর এক গোল দিয়ে ওলা। কেন্দ্র সরকারের নতুন গাড়ি কেনার রেজিস্ট্রারের পোর্টাল ” বাহন ” থেকে পাওয়া তথ্য অনুযায়ী মে মাসে ওলার নামে ৩৭২৩০ টি ইলেকট্রিক স্কুটার রেজিষ্টার হয়েছে। এবং সেই তুলনায় অনেক পিছিয়ে রয়েছে টিভিএস এবং বাজাজ। তবে মার্কেটে প্রথম স্থানে অলার পরেই দ্বিতীয় স্থানে টিভিএস এবং তৃতীয় স্থানে রয়েছে বাজাজ।
আবার ওলা ইলেক্ট্রিকের দুই মডেল বিক্রির নিরিখে সবার উপরে উঠে এসেছে। সেগুলো হলো এথের এনার্জি এবং হিরো মোটোক্যাপ। মে তে এই দুটি মডেল বিক্রি হয়েছে যথাক্রমে ৬০৭৬ টি এবং ২৪৫৬ টি। মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখেই বাজেটের মধ্যে আকর্ষণীয় ফিচার্সেই বাজিমাত করছে ওলা ইলেক্ট্রিকের স্কুটার।

একাধিক মূল্যের এবং ফিচার্সের এই স্কুটার গুলি কিনতে তাই অনেক অপশনও মেলে গ্রাহকদের। সামর্থ্য অনুযায়ী ভালো মানের এই স্কিতারেই তাই মজছে ক্রেতারা। তাই বেশিভাগ গ্রাহকের একমাত্র পছন্দ হয়ে ওঠেছে এই ওলা ইলেকট্রিক। এরই ফল স্বরূপ মাসের পর মাস সবার শীর্ষে ওঠে আসছে এই সংস্থাটি।