এই মুদ্রা স্ফীতির বাজারে দিন দিন বেড়ে চলেছে পণ্য দ্রব্যের মূল্য। এই দুর্মূল্যের দিনে জীবন যাত্রার দৌড়ের মাঝে নিজেকে টিকিয়ে রাখতে অধিক পরিশ্রম করতে হচ্ছে সাধারণ মানুষকে। উপরি পাওনা কেই বা না চায়। আজকালকার দিনে সবারই ইচ্ছে থাকে একটি পোক্ত ভবিষ্যত যাপনের। নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের লক্ষ্য থাকে সবারই।
তাই ব্যাংকের চেয়েও মিউচুয়াল ফান্ড এখন মানুষের মনে বেশি জায়গা করে নিয়েছে। যদি মিউচুয়াল ফান্ডে কোনো ব্যক্তি SIP এর মাধ্যমে রোজ ১০০ টাকা সঞ্চয় শুরু করেন। তবে তিনি এক মাসে সঞ্চয় করবেন ৩০০০ টাকা। যা শুনতে বেশি না মনে হলেও পরবর্তীতে এক বিশাল আকারের অর্থনৈতিক সাহায্য জোগাতে সামর্থ্য লাভ করবে।
যদি ওই ব্যক্তি মাসিক ৩০০০ টাকা কোনো ভালো কোম্পানির ফান্ডে জমাতে থাকেন তবে ১৩ বছর পর সেটি ছড়িয়ে যাবে ১১ লক্ষেরও বেশি পরিমাণ অর্থের একটি ফান্ডে। যার মধ্যে সুদ হিসেবে থাকবে সাড়ে ছয় লক্ষ টাকারও বেশি পরিমাণ অর্থ। মিউচুয়াল ফান্ড গুলিতে লঙ্গ টার্ম বিনিয়ে পাওয়া যায় ১২ শতাংশের রিটার্ন।

আর সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ১৩ বছর মাসে ৩০০০ হাজার টাকার একটি অর্থ জমা করেন তবে শেষ পর্যন্ত সেটি দাঁড়াবে ১১২৭৭৯৩ টাকা। যেখানে সুদের পরিমাণ হবে ৬৫৯৭৯৩ । ওই ব্যক্তি নিজে জমাবেন ৪৬৮০০০ টাকা। অর্থাৎ জমাকৃত অর্থের দ্বিগুণের বেশি পরিমাণ অর্থ পাবেন সুদ হিসেবে। তাই দেরি নয় আজই বিনিয়োগ শুরু করে নিজের এবং পরিবারের একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুন।