OPPO নিয়ে এলো বড়ো চমক, হাত থেকে পড়লেও ভাঙ্গবেনা এই স্মার্টফোন, বিস্তারিত রইলো – How TO Make Money

OPPO নিয়ে এলো বড়ো চমক, হাত থেকে পড়লেও ভাঙ্গবেনা এই স্মার্টফোন, বিস্তারিত রইলো

দীর্ঘ অপেক্ষার শেষ ঘটিয়ে ভারতে লঞ্চ হলো Oppo A3 pro। কিছু মাস আগে চীনেও লঞ্চ হয় ফোনটি। কিন্তু ভারতের বাজারে টিকে থাকার জন্য ফিচারস এবং বাহ্যিক দৃষ্টিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করে দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। মিলিটারি সার্টিফায়েড ডিজাইনের সাথে প্রকাশ হাওয়া এই ফোনটির বাহ্যিক দিকটি তৈরি করা হয়েছে খুব মজবুত করে। যাতে হাত থেকে পড়লেও আঘাত না আসে।

প্রধানত দুটি স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়েছে এই স্মার্ট ফোনটি। যার বেসিক রাখা হয়েছে 8 জিবি র‍্যাম সহ 128 জিবি স্টোরেজের সাথে। এবং এই ভারিয়েন্টটির দাম রাখা হয়েছে 17999 টাকা। এবং আরেকটি শেষ ভারিয়েন্ট রাখা হয়েছে 8 জিবি + 256 জিবির 19999 টাকা মূল্য সহ। স্মার্টফোনটি আমাজন, ফ্লিপকার্ট এবং oppo সংস্হার অফিসিয়াল স্টোর থেকে পাওয়া যাবে।

লঞ্চ অফার হিসেবে থাকছে বিরাট ধামাকা। ICICI, HDFC, SBI, YES BANK, IDFC FIRST BANK এর ডেবিট এবং ক্রেডিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে যথারীতি 1799 এবং 1999 টাকার।

OPPO নিয়ে এলো বড়ো চমক, হাত থেকে পড়লেও ভাঙ্গবেনা এই স্মার্টফোন, বিস্তারিত রইলো
OPPO নিয়ে এলো বড়ো চমক, হাত থেকে পড়লেও ভাঙ্গবেনা এই স্মার্টফোন, বিস্তারিত রইলো

স্মার্ট ফোনটিতে থাকবে 6.7 ইঞ্চির 120 হার্টজ এমোলেড ডিসপ্লে। সঙ্গে থাকবে ফুল এইচ ডি রেজোলিউশন। স্প্ল্যাশ টাচ ফিচারটিও যোগ করা হয়েছে। সব থেকে বড় চমক হলো ফোনটির হার্ড বডি যা গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। মিডিয়াটেক ডেইমেন্সিটি 6300 প্রসেসর থাকছে। সঙ্গে 5,100 mAh ব্যাটারির সুবিধা মিলছে। 50 মেগাপিক্সেল প্রাইমারি আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পাওয়া যাচ্ছে রিয়ার ক্যামেরাতে। ফন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের।

Scroll to Top