দিনদিন ভারতের সমাজে বেকারত্বের হার বেড়েই চলেছে।(Berojgaribhatta Prakolpa) বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমেও করা যাচ্ছে না সুরাহা। এর মাঝে করোনা পরিস্থিতি এবং তার সাথে মোকাবিলার মাঝে বেকারদের সংখ্যা আরো বেড়েছে। বর্ত মানে ভারতের বেশীরভাগ ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হলেও উপযুক্ত প্রশিক্ষণ বা অভিজ্ঞতার অভাবে বেশিরভাগই বেকারত্বের সমস্যায় ভুগছে।
আর এবার বেকার সমাজের পাশে দাঁড়াতে ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন যোজনা প্রধানমন্ত্রী বেরোজগার ভাতা চালু করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে বেকারদের আর্থিক ভাবে সাহায্য করে তাদের মধ্যে জীবনে এগিয়ে যাওয়ার শক্তি জোগাতে চাইছে কেন্দ্র সরকার। আর এই জন্যই সামনে আনা হয়েছে প্রধানমন্ত্রী বেরোজগার ভাতা। তবে এর জন্য থাকছে কিছু শর্ত জানুন সেগুলি :
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে এবং ৩৫ বছরের নিচে হতে হবে।
- আবেদনকারী যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হন সেক্ষেত্রে তাঁর আবেদন গ্রাহ্য হবেনা।
- আবেদন কারীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরিক্ষায় পাশ করতে হবে।
যদি কোনো আবেদনকারী উপরের সব শর্ত অনুযায়ী যোগ্য হন তবে এই যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://berojgaribhatta.cg.nic.in/ এ গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। যদি সঠিক ভাবে আবেদন করা যায় তবে ওই ব্যক্তি মাসে ৩৫০০ টাকার আর্থিক সাহায্য পাবেন কেন্দ্র সরকারের তরফে।

তবে এখন শুধু ছত্তিশগড় রাজ্যে সরকারি ভাবে এই যোজনার কাজ শুরু হলেও আশা করা যাচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই পুরো ভারত জুড়ে বেকার ভারতবাসীরা এই সুবিধা পেতে পারবেন।