Realme এই দুর্ধর্ষ 5G স্মার্টফোন এখন দশ হাজারের কমে, অফার শেষের আগে লুফে নিন – How TO Make Money

Realme এই দুর্ধর্ষ 5G স্মার্টফোন এখন দশ হাজারের কমে, অফার শেষের আগে লুফে নিন

ভারতের বাজারে বড়ো বড় ব্র্যান্ডের একেরপর এক দামী প্রাইম মডেলের ফোন এসে চলেছে।(Realme Narzo N65) সেগুলিতে গ্রাহকদের ঝোঁক থাকলেও সমস্ত শ্রেণীর গ্রাহকরা তার উপভোগ করতে পারছেননা। সেই জন্যই মাঝে মাঝে প্রাইম ফিচারস সহ সাশ্রয়ী মূল্যের ফোনও প্রকাশ পেয়ে চলেছে। আর এই দুই রকম ফোনই বাজার কাঁপাচ্ছে। স্বল্প মূল্যের মধ্যে এবার এক দুর্ধর্ষ 5g স্মার্টফোন দিচ্ছে রিয়েলমি। রিয়েলমি ভারতের একটি অতিপরিচিত ব্র্যান্ড এর তাদের এই অফার শুনলে কার্যত ধোঁয়া ওঠার জোগাড় হবে গ্রাহকদের।

Realme Narzo N65 সিরিজের N65 মডেলের 5g ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র আট হাজারে। প্রাথমিক ভাবে 4 জিবি ও 64 জিবির ভ্যারিয়েন্টটির দাম রাখা হয় 11499 টাকা। কিন্তু বর্তমানে আমাজনের স্পেশাল সেলে এই 5g স্মার্ট ফোনটি পাওয়া যাবে মাত্র 8499 টাকায়। একটি আলাদা করে 500 টাকা ডিসকাউন্ট এর কুপনও দিচ্ছে আমাজন। এখনকার আনলিমিটেড 5g এর যুগে এই ফোন গ্রাহকদের কাছে সস্তায় জলের দরে ফলের রসের কাজ করতে চলেছে। এছাড়াও যদি গ্রাহক তাঁর পুরানো ফোন বদলে কিনতে চান তবে সেক্ষেত্রে এক্সচেঞ্জের উপর 8050 টাকা পর্যন্ত কম হতে পারে। তবে পুরানো ফোনের অবস্থার উপর ভিত্তি করে তবেই দাম হিসেব করা হবে।

Realme এই দুর্ধর্ষ 5G স্মার্টফোন এখন দশ হাজারের কমে, অফার শেষের আগে লুফে নিন
Realme এই দুর্ধর্ষ 5G স্মার্টফোন এখন দশ হাজারের কমে, অফার শেষের আগে লুফে নিন

এই মডেলটিতে লেদার ব্যাক সহ 120 হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে। ৬ এনএম অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ এর মত শক্তিশালী প্রসেসর দেওয়া হচ্ছে স্মুথ পারফরমেন্সের জন্য। থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বিশেষ AI ক্যামেরা সেটাপ। দীর্ঘ পারফরমেন্সের জন্য দেওয়া হচ্ছে ৫০০০ mAh এর মত শক্তিধর ব্যাটারি। এছাড়াও ১৫ ওয়াট কুইক চার্জিং সাপোর্ট সহ এই 5g ফোনটি যথেষ্ট সাশ্রয়ী হওয়ার দাবি রাখে। আপাতত অ্যাম্বার গোল্ড এবং ডিপ গ্রিন এই দুটি রংয়ে পাওয়া যাচ্ছে।

Scroll to Top