Pulsar 150 নতুন রূপে এখন শিরোনামে, জানুন কি কি নতুন সংযোজন হলো – How TO Make Money

Pulsar 150 নতুন রূপে এখন শিরোনামে, জানুন কি কি নতুন সংযোজন হলো

বাজাজের মতো একটি প্রাচীন এবং বিশাল সংস্থা দীর্ঘদিন ধরেই তার ইলেকট্রনিক্স এবং মোটর গাড়ির মাধ্যমে ভারতের বাজারে পাকা পোক্ত জায়গা করে নিয়েছে। তাদের একটি বিখ্যাত বাইকের মডেল হলো পালসার 150। শেষের কিছু বছরে এই মডেলের বাইকটিতে বিশেষ কিছু পরিবর্তন সংস্থাটির পক্ষে না আনা হলেও এবার অবশেষে নতুন রূপে ভারতের বাজারে এলো পালসার 150।

পালসার বিভাগটি ভারতে বেশ জনপ্রিয় এবং পছন্দের হওয়ায় বিক্রিতে কোনোদিনই ভাঁটা পড়তে দেখা যায়নি। এরপরও মডেলটিকে আরও স্টাইলিশ এবং ব্যবহারের সুবিধায় আরও কিছু নতুন ফিচার এবং বাহ্যিক পরিবর্তন ঘটিয়ে সামনে আনলো বাজাজ।

বাহ্যিক পরিবর্তন বলতে গাড়িটির কোনো টুল পরিবর্তন করেনি তবে মডেলটিতে আলাদা রং দিয়েছে গ্রাফিক্সের জাদু। হেন্ডল্যাম্প কাউল, শ্রাউড, ফুয়েল ট্যাংক, এবং লেজের কাছটায় অনবদ্য নতুন স্ট্যাইলে কাজ করা হয়েছে। তবে এর পুরানো ঐতিহ্যপূর্ণ শারীরিক গঠনে পরিবর্তন আনেনি সংস্থাটি।

নতুন রূপে পালসার 150 তে যোগ করা হয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এতে গিয়ার পজিশন, মোবাইল নোটিফিকেশন, ফুয়েল, তেল থাকা অবস্থায় কত পথ যাবে, ফুয়েল ইকোনমি, সময়, ট্রিপ মিটার, ওডোমিটার, স্পিডোমিটার এবং ফুয়েল গজ দেখার মতো সুবিধা পাওয়া যাবে। এছাড়াও বাম হতে দেওয়া হচ্ছে নতুন সুইচ গিয়ার। গাড়ি চালানোর সময় ফোন ধরা বা কাটার সুযোগ, গুগল ম্যাপের মতো অ্যাপ ব্যবহারের সুবিধা। এছাড়াও ব্লুটুথ ক্যানেনশনের মতো সুবিধাও মিলবে।

Pulsar 150 নতুন রূপে এখন শিরোনামে, জানুন কি কি নতুন সংযোজন হলো
Pulsar 150 নতুন রূপে এখন শিরোনামে, জানুন কি কি নতুন সংযোজন হলো

এই মডেলটির বর্তমান মূল্য রাখা হয়েছে এক লক্ষ্য তেরো হাজার টাকা। যা এর গঠন এবং নতুন যোগ হওয়া ফিউচার গুলোর তুলনায় পুরোপুরি যুক্তিযুক্ত বলে ধারণা বিশেষজ্ঞদের।

Scroll to Top