ঘরে বসে সহজেই করে নিন রেশন কার্ডের ভুল সংশোধন! কিভাবে করবেন? | Ration Card Correction – How TO Make Money

ঘরে বসে সহজেই করে নিন রেশন কার্ডের ভুল সংশোধন! কিভাবে করবেন? | Ration Card Correction

বর্তমানে রেশন কার্ড ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্ট।(Ration Card Correction) খাদ্য দ্রব্য সংগ্রহ করা ছাড়াও রেশন কার্ড এখন পৃথক ভাবে প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। কোনও সরকারি সাহায্য পাওয়া থেকে স্কিমের ফর্ম ফিল আপ সব কিছুতেই অত্যাবশ্যকীয় হয়ে গেছে রেশন কার্ড। এখন কথা হচ্ছে, রেশন কার্ডে কোন ভুল থাকলে তা সংশোধন করতে ছুটতে হত খাদ্য দপ্তরের অফিস অথবা দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp)। কিন্তু এখন সেসব ঝামেলা অতীত। বাড়িতে বসেই কয়েক মিনিটে রেশন কার্ডের ভুল সংশোধন করুন।

রেশন কার্ডে কোনো তথ্য ভুল থাকলে এর আগে বিস্তর ছোটাছুটি করতে হত। দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করে আবেদন করতে হতো। তা না হলে খাদ্য দপ্তরের অফিসের ছুটতে ছুটতে জুতোর সুকতলা ছিঁড়ে যেত। আবার শুধু আবেদন করলেই হত না, কারেকশন হওয়া নতুন রেশন কার্ড (Ration Card Correction) পেতে সাত থেকে দশ দিন অপেক্ষা করতে হত। কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন সবকিছুই সহজ হয়ে গিয়েছে, বাড়ি বসে যেকোনো কাজ করা এখন কয়েক মিনিটের ব্যাপার। ঠিক তেমনই সহজ বাড়ি বসে রেশন কার্ডের কারেকশন করা।

অনলাইনে রেশন কার্ড ভুল সংশোধন (Ration Card Correction) বা আপডেট করবেন কিভাবে জানুন।
আপনার রেশন কার্ডে যদি কোন তথ্য ভুল থাকে, যেমন নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, ইত্যাদি তাহলে সেটি আপনি বাড়িতে বসে ফোন অথবা ল্যাপটপ দিয়ে পরিবর্তন করে নতুন এবং আপডেটেড রেশন কার্ড হাতে পেতে পারবেন।

Ration Card Correction
Ration Card Correction

কিভাবে অনলাইনে রেশন কার্ড ভুল সংশোধন করবেন জানুন।

১)প্রথমে আপনাকে ভিজিট করতে হবে (food.wb.gov.in) ওয়েবসাইটে।
২) এরপর ওই ওয়েবসাইট থেকে ‘Ration Card’ লেখার উপর ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে চলে যান এবং ‘Rectify Name Age & Gender As Per Aadhaar’ এই অপশনে ক্লিক করুন।
৪) এরপর আপনি যে রেশন কার্ডটি সংশোধন করতে চাইছেন সেই নাম্বারটি উল্লেখ করে সার্চ অপশনে ক্লিক করুন।

৫)এরপর নিচে Name, DOB, Age, Address, Guardian Name পরিবর্তন করার অপশন চলে আসবে। আপনি যদি পরিবর্তন করতে চাইছেন সেটিতে টিক মার্ক দিন, নিচের বক্সে টিক মার্ক দিয়ে ওটিপি সেন্ড করতে বলুন।
৬) আপনার আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত তাতে ওটিপি আসবে। এবার সেই ওটিপি উল্লেখ করুন।

৭) এরপর স্ক্রিনে তথ্য দেখতে পাবেন। দেখা হয়ে গেলে ভেরিফাই এবং সাবমিট এই অপশনটিতে ক্লিক করবেন।
৮) এরপর যে তথ্য আপনি চেঞ্জ করতে চাইছেন সেটি উল্লেখ করুন, ও সাবমিট করলে আপনার রেশন কার্ডটি সংশোধিত হয়ে যাবে।
৯) এরপর রেশন কার্ডটি ডাউনলোড করে নিন। সংশোধিত রেশন কার্ড পেয়ে যাবেন।

প্রয়োজনীয় লিঙ্ক:

আবেদন করুন Apply Now
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top