ভারতীয় স্মার্ট ফোনের যুগে redmi একটি অন্যতম উল্লেখযোগ্য সংস্থা হিসেবে রয়েছে। 1,2,3,4 করে এবছর প্রকাশ পেয়েছে তার 13 সিরিজ। এর অনবদ্য পারফরমেন্স, বিল্ডিং এবিলিটি,ক্যামেরা এবং প্রসেসর মন জয় করেছে ব্যবহারকারিদের।
এর মধ্যে চলতি বছরেই সামনে এসেছে রেডমির 13 সিরিজ। এই সংস্থা বেশিরভাগ সময় লাইন আপ মডেল লঞ্চ করে থাকেন মোটামুটি এক বছরের ব্যবধানে। কিন্তু কিছু গোপন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এক বছর এর আড়ালে নয় বরং একই বছরে প্রকাশিত হতে চলেছে redmi note 14 সিরিজটি। এই সিরিজে মোটামুটি তিনটি মডেলের দেখা মিলবে বলেই জানা গেছে। Redmi note 14, 14+ এবং 14+ pro এই তিনটি মডেলে সামনে আসতে চলেছে এই সিরিজটি।
এরই মধ্যে চীনের একজন টেক সাভি সাংবাদিকের প্রকাশিত একটি লেখায় সামনে এসেছে note 14 এর গোপন কিছু ফিচার। সম্ভবত 1.5k রেজোলিউশন সহ সামনে আসতে চলেছে সেটিটি। থাকবে বড়ো সাইজের 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর চিপ। এতে 7s snapdragon সহ 5000 mAH এর ব্যাটারি ব্যাকআপ মিলবে।

ওই প্রতিবেদন অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বর মাসেই হয়তো সিরিজটির সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে মানুষের সামনে লঞ্চ করা হবে। তবে যদি ডিসপ্লে বা ক্যামেরার হিসেবে 13 সিরিজের চেয়ে সামান্য কম বা বেশি হয় তবে ধরা হচ্ছে এর মূল্যের তফাৎ বেশি লক্ষ্য করা যাবেনা। যেহেতু ক্রমবর্ধমান ভাবে লঞ্চ করা হয় তাই 13 সিরিজের প্রকাশের পর 14 সিরিজটি কেমন হবে তার উপর অনেকের নজর ছিল। এরই মধ্যে প্রকাশিত হওয়া এই সম্ভাব্য ফিচার গুলি সম্পর্কে জানার পর এবার লঞ্চিংয়ের অপেক্ষায় গ্রাহকরা।