শেয়ার বাজারে বিনিয়োগ করাটা এখন প্রায় সব বয়সী মানুষের পছন্দের বিষয় হয়ে উঠেছে। ঝুঁকি থাকলেও বুঝে বিনিয়োগ করলে তাতে যে মোটা মুনাফা অর্জন হয় সেই বিষয়ে সকলেই অবগত রয়েছে। আর্থিক ভাবে সুরক্ষিত থাকার জন্য মানুষ যেখানে বেশি লাভবান হবেন সেখানেই ঝোঁক বাড়ছে। তবে যেহেতু শেয়ার বাজারে এক টাকা থেকেই বিনিয়োগ করা যায় তাই সব ধরনের মানুষই বিনিয়োগের দিকে আকৃষ্ট হচ্ছেন।
তবে সম্প্রতি প্রকাশ হওয়া একটি রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই শেয়ার বাজারে আসতে চলেছে বিরাট পতন। শেষ বারের মতো ২০০৮ সালে বিশাল মন্দা পড়তে দেখা যায়। শুধু ভারত নয় বরং বিশ্ব বাজারে দেখা দিয়েছিল অর্থ সংকট। যার ফলে জিনিসপত্র, এবং খাদ্যদ্রব্যের বিশাল মূল্যবৃদ্ধি হয়। আবারো সেই মন্দার বিশাল কালো ছায়া পড়তে চলেছে শেয়ার বাজারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ হ্যারি ডেন্ট।
তাঁর একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন এবার ২০০৮ সালের চেয়েও গভীর অর্থনীতি সংকটে পড়তে চলেছে ভারত, আমেরিকা, ইউরোপ, ও যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব বাজার। ২০০৮ সালের চেয়েও আরও গভীর সমস্যাতে পড়তে চলেছে শেয়ার বাজার। ২০২৫ সালে সমস্ত দেশের শেয়ার বাজার সাক্ষী থাকতে চলেছে এই মন্দার মহামারীর।

বর্তমানে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী প্রায় সব দেশের বাজারেই। তবে এই ঊর্ধযাত্রা দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছেন হ্যারি ডেণ্ট। তিনি বিভিন্ন দেশের বাজারের ওঠা নামার উপর পড়াশুনো করেন এবং গবেষণা চালান। এবার সেই গবেষণা থেকেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এসে শোরগোল ফেলে দিয়েছেন হ্যারি। ২০২৫ সালের শুরু থেকেই বিনিয়োগকারীদের সচেতন থাকতে পরামর্শ দিচ্ছেন এই বিখ্যাত অর্থনীতিবিদ।