Kunal Ghosh: রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ, তৃণমূলের কড়া পদক্ষেপ কুণাল ঘোষের বিরুদ্ধে – How TO Make Money

Kunal Ghosh: রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ, তৃণমূলের কড়া পদক্ষেপ কুণাল ঘোষের বিরুদ্ধে

Kunal Ghosh: কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে তৃণমূল। এর আগে কুণাল নিজেই দলের মুখপাত্রের পদ ছাড়েন। ভোটপর্ব চলাকালীন কুণালের এই অপসারণের নির্দেশ রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ।২২২২ বুধবার সকালের একটি ঘটনা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। সদ্য দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির টিকিটে দাঁড়ানো তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। যদিও সেটি একেবারেই অরাজনৈতিক একটি মঞ্চ ছিল। উত্তর কলকাতার শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

সেই মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়। সেখানে ক্লাবের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন অন্য তৃণমূল নেতাও। কুণালের দাবি অনুযায়ী, ক্লাবের তরফ থেকে তাঁকে আহ্বান জানানো হয়েছিল। তিনি যাওয়ার পর তাপস রায়কে দেখতে পান। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়েই মঞ্চে দাঁড়িয়ে কুণাল বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। তাপস দাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম, এক পরিবারের মধ্যে রাখতে। কারণ তাপস দা আমাদের খুব প্রিয় পাত্র। তাপস দার দরজা সব মানুষের জন্য কর্মীদের জন্য সব সময়ে খোলা থাকে। তাপস দা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টোদিকে পাচ্ছি। ভোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থীও লড়ছেন, প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।” কুণালের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top