মাধ্যমিক পাশে রাজ্যে গ্রুপ ডি পদে শুরু হলো নিয়োগ, জেনে নিন বিস্তারিত – How TO Make Money

মাধ্যমিক পাশে রাজ্যে গ্রুপ ডি পদে শুরু হলো নিয়োগ, জেনে নিন বিস্তারিত

মাধ্যমিক ভারতের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হয়ে উঠতে বেশি দেরি নেই।তবে মাধ্যমিক পাশের মূল্য আগের মতো না থাকলেও পুরোপুরি মুছে যায়নি। এবার রাজ্যে নিয়োগ হতে চলেছে মাধ্যমিক পাশে গ্রুপ ডি কর্মী। মূলত পৌরসভা গুলিতে নিয়োগ করা হবে। স্থান, যোগ্যতা, বয়স , বেতন সব কিছু সম্পর্কে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন :

পদের নাম : Municipality Honorary Health Worker

শূন্যপদ: শূন্যপদের সংখ্যা ৩৫টি।

SMC Recruitment 2024 Eligibility Criteria

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো সরকারি বা বেসরকারি ভারত সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। তবে উচ্চ শিক্ষিত দের জন্যও আবেদনের পথ খোলা রাখছে পৌরসভা। এর পাশাপাশি আঞ্চলিক ভাষায় কথা বলার এবং লেখার দক্ষতাও বাধ্যতামূলক।

মাসিক বেতন : নিয়োজিত প্রার্থীদের মাসিক ৪,৫০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা: ST, SC বা OBC দের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২২ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।অন্যদিকে অন্যান্য প্রাথীদের সর্বনিম্ন বয়স ৩০ থেকে শুরু করে ৪০ বছর হতে পারে।

আবেদনের অন্যান্য শর্ত: শুধু মাত্র শিলিগুড়ি পৌরসভার বাসিন্দা এবং বিবাহিত, ডিভোর্সী বা বিধবা মহিলারা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি (How to apply SMC Recruitment 2024) : যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র প্রিন্ট আউট করে তা সমস্ত নথি সহ পূরন করে শিলিগুড়ি পৌরসভায় গিয়ে জমা দিতে হবে।

SMC Recruitment 2024
মাধ্যমিক পাশে রাজ্যে গ্রুপ ডি পদে শুরু হলো নিয়োগ

ঠিকানা : To the commisioner, Siliguri municipal corporation, bagha jatin road, siliguri 734001

আবেদনের শেষ তারিখ : আগামী ২৬ সে জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি: শুধু মাত্র ইন্টার ভিউয়ার বিচারে নিয়োগ হবে প্রার্থী।

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল নোটিশDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.siliguriSMC.in
আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView More
Scroll to Top