এখনকার সময়ে আয়ের সাথে সঞ্চয়ের পরিকল্পনা না করলে পিছিয়ে পড়তে হয়। খাদ্যবস্তু থেকে প্রসাধনী সব কিছুর দাম ক্রমে বাড়ছে বই কমছে না। আর সেই জন্যই ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাধারণ ভাবে ব্যাংক এ করা সঞ্চয়ের তুলনায় মিউচ্যুয়াল ফান্ডে বেশি লাভবান হচ্ছেন সাধারণ মানুষ। সেই জন্যই ভবিষ্যত চিন্তা হোক বা সন্তানের উচ্চ শিক্ষা এখন বেশিরভাগ মানুষ ভরসা রাখছেন মিউচুয়াল ফান্ডের উপর।
শ্রমিক শ্রেণীর মানুষের রোজকার এই খাবার জোগাতেই হিমশিম খেতে হয় সেখানে মোটা টাকার ভবিষ্যত গোছানো অসম্ভব হয়ে ওঠে। তাই যদি কোনো ব্যক্তি ৩০ বছর বয়স থেকে ১০০০ টাকা প্রতি মাসে জমানো শুরু করে তবে তার ভবিষ্যত চিন্তা এবং সন্তানের বিবাহ নিয়ে দুশ্চিন্তার শেষ হবে।
কোনো ব্যক্তি যদি ৩০ বছর বয়স থেকে মাসে ১০০০ টাকা সঞ্চয় শুরু করেন তবে করতে হবেনা সুরক্ষিত ভবিষ্যতের চিন্তা। সঞ্চয় নয় বলা ভালো বিনিয়োগ। যদি মিউচুয়াল ফান্ডের sip এর মাধ্যমে কোনো নিজের ৩০ বছর বয়স থেকেই বিনিয়োগ শুরু করেন তবে তার ৪৫ বছর বয়স হলে পাওয়া যাবে প্রায় ৭ লক্ষ টাকা।

১৫ বছরে প্রতি বছর ১২ হাজারের হিসেবে ওই ব্যক্তি জমাবেন মোট এক লক্ষ আশি হাজার টাকা। এরপর প্রতি বছর জমা অর্থের উপরের ১২% করে সুদ ধরে ১৫ বছরে সুদ হিসেবে পেতে পারেন পাঁচ লক্ষ টাকা। ভারতের খেটে খাওয়া মানুষদের কাছে এই পাঁচ লক্ষ টাকা ঠিক কতখানি তার হিসেব করে বোঝানো মুশকিল।