চাকরি নয়, শুরু করুন এই পাঁচটি কাজ! মাস শেষে আয় হবে মোটা অংকের টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনেকে মনে করেন চাকরি মানেই বাঁধা ধরা রুটিনে অন্যের অধীনে গোলামী করা। সেই গণ্ডি এড়িয়ে তাই সারা বিশ্বের অনেক মানুষই এখন ডিজিটাল মাধ্যমকে পেশা হিসেবে বেছে নিয়েছে। শুধুমাত্র ঘরের মধ্যে থেকেই নিজের সময় মত কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে বেকারত্বের বেড়াজাল থেকে বেরিয়ে অর্থের দিশা দেখছে। কেউ কেউ চাকরির পাশাপাশি আরো অর্থ উপার্জনের জন্য অবসর সময়ে ডিজিটাল মাধ্যমে কাজ করে থাকে। ছাত্র-ছাত্রী, গৃহবধূ, বেকার, কর্মজীবী প্রত্যেকেই এই প্লাটফর্মে কাজ করতে পারবে। যত বেশি কাজ তত বেশি ইনকাম।

ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে এই ইনকাম করতে পারা যায়। সেই রকমই কিছু প্ল্যান তুলে ধরা হলো:-

১.ইউটিউব ব্লগিং –

বর্তমানে প্রত্যেক মানুষের হাতেই কমবেশি স্মার্টফোনে রয়েছে Internet পরিষেবা। বিনোদন বা কোনো বিষয় কে কাজে লাগিয়েই তরুণ প্রজন্ম রোজগার মুখী হয়ে উঠেছে এখানে। এরই একটি পার্ট হলো ব্লগিং। লক্ষ্য লক্ষ্য টাকা ইনকাম করা যায় এই ব্লগ বানিয়ে শুধু ভিডিও আপলোড দিলেই হয়। আপলোডের বিষয় ,সাবস্ক্রাইবার ,ভিউজ, কমেন্ট ,লাইক বেশি সংখ্যক যত হবে ইনকাম ততই বেশি হবে।

আরও পড়ুন »   LPG Gas Cylinder: সরকারের ঘোষণা, সস্তায় পাওয়া যাবে এলপিজি গ্যাস, শীঘ্রই কিনুন

২.গুগল ব্লগিং –

যারা লেখাকেই পেশা করতে চান তাদের জন্য আরেকটি প্লাটফর্ম হল গুগল ব্লগিং। গুগল ব্লগার , গুগল নিউজ ইত্যাদির নতুন সাইট গুলো খুলে তার ওপর আকর্ষণীয় কিছু বিষয়ের উপর আর্টিকেল লিখে ছাড়তে হয় যত বেশি ভাইস বেশি রোজকার।

৩. ফ্রিল্যান্সিং –

ফ্রিল্যান্সিং ইন্টারনেট ব্যবহার করে স্বাধীন ভাবে কাজ করার মাধ্যম। বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় রোজকারমুখী প্লাটফর্ম। এর মধ্যেই পড়ে
ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন,অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট,কপিরাইটিং, ওয়েবসাইট ডিজাইন , কনটেন্ট রাইটিং, ডাটা এনট্রি , ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। ফ্রিল্যান্সিং এর কিছু জনপ্রিয় ওয়েবসাইট হল- Guru.com, Aquent, Freelancer.com, LinkedIn , JOOBLE
Skyword, UPSTACK ইত্যাদি। সরকারি বেসরকারি চাকরির স্যালারিরও অধিক টাকা এখানে ইনকাম করা যায়।

৪. অনলাইন সার্ভে –

অনলাইনসার্ভে হল এমন একটি কাজ যেখানে ব্যবসায়িক ভাবে কোন ব্যক্তির মতামত বা দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়।বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণের জন্য নিয়োগ করে থাকেন কিছু কোম্পানী। তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ডিজিটাল ওয়েতে তথ্য সংগ্রহ করে। অবসর সময়ে দিনের দু তিন ঘন্টা সময় এরজন্য দিতে হয়। এমনই কিছু অনলাইন সার্ভের প্ল্যাটফর্ম হল- Toluna.com, viewpointpanel.com, opinionnow.in ইত্যাদি।

আরও পড়ুন »   খুব শীঘ্রই শিয়ালদহ স্টেশনের ২১টি প্ল্যাটফর্মেই চলবে ১২ বগীর ট্রেন, যাত্রী ভোগান্তির অবসান

৫.ফটোগ্রাফি-

বিভিন্ন সংস্থায়, অনুষ্ঠানে মুহূর্ত ক্যামেরা বন্দি করার জন্য ফটোগ্রাফারের প্রয়োজন পড়ে। কেউ যদি ফটো তুলতে ভালোবাসে তবে কিছু অর্থ বিনিয়োগ করে একটি ভালো ক্যামেরা কিনে, পেশা হিসেবে ফটোগ্রাফিটাকে বেছে নিতে পারে। ফটোগ্রাফারের দক্ষতা অনুযায়ী নাম যত ছড়ায় ইনকামও হয় ততই বেশি।

চাকরির পাশাপাশি অধিক ইনকামের চেষ্টা যারা করছেন তাদের জন্যও এই প্ল্যানগুলি কাজে লাগতে পারে।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news