গতকাল অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান সন্মান নিধি স্কিমের ১৬তম কিস্তি (PM Kisan 16th Installment) কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন। PM Kisan-র মাধ্যমে ২১ হাজার কোটি টাকা কৃষকদের ব্যাংকে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ৯ কোটি কৃষক এই স্কিমের মাধ্যমে ৩ লক্ষ কোটি টাকা পর্যন্ত পেয়েছেন। প্রকল্পটি দেখতে দেখতে ৫ বছর পূর্ণ হয়ে গেল। গত কাল মহারাষ্ট্রের ইয়াভাতমালের এক অনুষ্ঠানে ১৬ তম কিস্তি প্রদানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনা বা PM KISAN যোজনা কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি সরকারি স্কিম। কৃষকদের আর্থিক সহায়তা প্রধানের উদ্দেশ্যে কেন্দ্র সরকার এই স্কিমটি লঞ্চ করেছিল। ২০১৯ সালে এই স্কিমটি লঞ্চ করা হয়েছিল। এই স্কিমের মাধ্যমে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। ২ হাজার টাকা করে তিনটি কিস্তিতে এই অর্থ প্রদান করা হয়।
PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in অনুসারে, এখন পর্যন্ত এই প্রকল্পের অধীনে ১৫টি কিস্তির মাধ্যমে কৃষকদের টাকা দেওয়া হয়েছে। ১১ কোটি কৃষককে ২.৮০ লক্ষ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। আর গতকাল এই স্কিমের ১৬তম কিস্তি (PM Kisan 16th Installment) কৃষকদের জন্য ছাড়া হয়েছে।
১৬তম কিস্তির টাকা পেলেন কিনা জানবেন কীভাবে?
আপনিও ১৬তম কিস্তির টাকা পেয়েছেন কিনা তা জানার জন্য PM Kisan যোজনার অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in গিয়ে Benificiary Status চেক করতে পারেন। এছাড়া টোল ফ্রি নম্বর- 1800115526 বা PM Kisan হেল্পলাইন নম্বর 155261 ও 011-23381092 নম্বরে কল করেও স্ট্যাটাস জানা যাবে।
১৬তম কিস্তির টাকা না পেলে কি করবেন?
প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনায় অনেকেই আবেদন করেন। তবে সবাই যে টাকা পায় এমনটা নয়। এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তবেই পাওয়া যায় টাকা। আবেদন করে ১৬ তম কিস্তির টাকা পেলেন কিনা তা দেখে নিন। যদি না পান তাহলে বুঝতে হবে আপনার আবেদনে কোনো ভুল রয়েছে। এর জন্য আপনি উপরিউক্ত হেল্পলাইন নম্বরে কল করে সাহায্য পেতে পারেন। এছাড়া অনলাইনে KYC আপডেট করিয়ে নিন। কারণ অ্যাকাউন্টে কোনো ভুল থাকলে টাকা আটকে যেতে পারে।