এবার ভবিষ্যতের চিন্তা শেষ! ২০০০ টাকার SIP তে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা – How TO Make Money

এবার ভবিষ্যতের চিন্তা শেষ! ২০০০ টাকার SIP তে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা

মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে ঝুঁকি থাকলেও দীর্ঘ মেয়াদী বিনিয়োগে প্রচুর পরিমাণে লাভের মুখ দেখে গ্রাহকরা। আর সেই জন্যই দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে মিউচুয়াল ফান্ড। শেয়ার বাজারের সাথে সরাসরি যোগাযোগ থাকায় এর সুদের পরিমাণের রোজ ওঠা নামা হয়। তাই যদি দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করা যায় তবে সেক্ষেত্রে শেয়ার বাজারের প্রভাব তেমন থাকেনা এবং মোটা অংকের রিটার্নেও পাওয়া যায়।

ভবিষ্যতের চিন্তা করে যদি কোনো সরকারি চাকুরিহীন ব্যক্তি নিজের ৪০ বছর বয়সে এসে মাসে ২০০০ টাকার SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনুযায়ী বিনিয়োগ শুরু করেন তবে তিনি নিজের ৫৫ বছর বয়সে এসে ১০ লক্ষ টাকার রিটার্ন পেতে পারেন। অর্থাৎ ১৫ বছরের জন্য প্রতি মাসে ২০০০ টাকার বিনিয়োগে তাঁর বৃদ্ধ বয়সের দিনগুলি সুরক্ষিত করে তুলতে পারবে।

সাধারণত মিউচুয়াল ফান্ড গুলিতে বছরে ১২% হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়। আর সেই জন্যই অন্য সব সংস্থার চেয়ে এই মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমেই বেশি বড় রিটার্ন পায় বিনিয়োগকারীরা। তাই কেউ যদি অবসরের পরিকল্পনা করেন অর্থাৎ বেসরকারি হোক বা ব্যবসায়ী যেকোনো মানুষ যদি বয়সকালে একটি সুরক্ষিত জীবন চান তাহলে তাদের জন্য এই প্ল্যানটি একদম ঠিক।

এবার ভবিষ্যতের চিন্তা শেষ! ২০০০ টাকার SIP তে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা
এবার ভবিষ্যতের চিন্তা শেষ! ২০০০ টাকার SIP তে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা

৪০ বছর বয়স থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে জমাতে শুরু করলে ১৫ বছরে জমে ৩লক্ষ ৬০ হাজার টাকা। আর এই জমা অর্থের উপর ১২% সুদ প্রতি বছরে চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে দাঁড়ায় প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা যা জমা অর্থের প্রায় দ্বিগুণ। অর্থাৎ পনেরো বছরের মেয়াদ শেষ হলে ওই ব্যক্তি তার ৫৫ বছর বয়সেই মোট টাকা ফেরত পাবেন ১০ লক্ষ টাকারও বেশি।

Scroll to Top