UCO ব্যাংকে শুরু হলো কর্মী নিয়োগ প্রক্রিয়া, বেতন ১৫,০০০ থেকে শুরু। আজই বিশদে জেনে আবেদন করুন – How TO Make Money

UCO ব্যাংকে শুরু হলো কর্মী নিয়োগ প্রক্রিয়া, বেতন ১৫,০০০ থেকে শুরু। আজই বিশদে জেনে আবেদন করুন

যে সকল চাকৃপ প্রার্থীর ব্যাংকে চাকরি স্বপ্নের মতো তাদের জন্য একটি বির সুখবর। ইউকো ব্যাংকের তরফে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো সোমবার। এক ধাক্কায় ৫০০ এরও বেশি শূন্যপদ পূরন করতে চলেছে এই ব্যাংকটি। এক কথায় ১৫০০০ টাকা থেকে শুরু বেতন দেওয়া। কীভাবে আবেদন করবেন, শেষ তারিখ কবে? বয়স ? শিক্ষা গত যোগ্যতা সম্পর্কে আরও জানুন :

পদের নাম : ব্যাংক এপ্রেন্টিস

শূন্যপদ: সব মিলিয়ে মোট শূন্যপদ ৫৪৪ টি।

বেতন : এই পদে নিযুক্ত কর্মচারীরা মাসিক ১৫০০০ টাকার বেতন পাবেন।

আবেদনের শেষ তারিখ : চলতি জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা : ইউকো ব্যাংকে আপ্রেন্টিস পদে কাজ করতে গেলে প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে।

বয়স সীমা: এই পদে কাজ করার জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১/৭/২০২৪ অনুসারে ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। ওবিসি ও তপশীল জাতির বয়সে ছাড় দেওয়া হবে।

UCO Bank recruitment
UCO ব্যাংকে শুরু হলো কর্মী নিয়োগ প্রক্রিয়া, বেতন ১৫,০০০ থেকে শুরু। আজই বিশদে জেনে আবেদন করুন

আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীদের প্রথমে ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ucobank.com এ যেতে হবে। এর পর আবেদনের লিংকে ক্লিক করতে হবে, এরপর যোগ্য প্রার্থীরা নিজেদের সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এর পর প্রয়োজনীয় নথি আপলোডের মাধ্যমে সাবমিট করতে হবে ফর্মটি।

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল নোটিশDownload PDF
আবেদন লিংকApply Now
অফিসিয়াল ওয়েবসাইটucobank.com
আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView More
Scroll to Top