AADHAAR UPDATE: বিনামূল্য আধার আপডেটের শেষ সুযোগ দিচ্ছে UIDAI! পদ্ধতি মেনে তাড়াতাড়ি সম্পন্ন করুন কাজগুলি। – How TO Make Money

AADHAAR UPDATE: বিনামূল্য আধার আপডেটের শেষ সুযোগ দিচ্ছে UIDAI! পদ্ধতি মেনে তাড়াতাড়ি সম্পন্ন করুন কাজগুলি।

ভারতীয় নাগরিকদের সচিত্র পরিচয় পত্র হিসেবে বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড। প্রতিটি গ্রাহকের নিজস্ব বায়োমেট্রিক তথ্য দিয়ে তৈরি করা হয় এই আধার কার্ড। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। এই কারণেই ভারতের বসবাসকারী শিশু থেকে বয়স্ক, প্রতিটি নাগরিকের জন্যই আধার কার্ড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। (Update Aadhaar card online for free till March 14) এই কারণেই আধার কার্ডে যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে তবে তা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়। এই কারণেই আধার কার্ডটি আপডেট করে নেওয়ার প্রয়োজন পড়ে। নির্দেশিকা অনুসারে জানা যাচ্ছে হতে গোনা আর মাত্র কয়েকটি দিনের মধ্যে সম্পূর্ন বিনামূল্যে গ্রাহকরা তাদের নিজেদের আধার আপডেট সংক্রান্ত কাজগুলি সেরে ফেলতে পারবেন। আজ এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।

বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা:-

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বিনামূল্যে আধার কার্ড আপডেট সম্পর্কিত যাবতীয় কাজ গুলি সম্পন্ন করছে। তবে এর জন্য নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করা হয়েছে। জানা গেছে যে সব গ্রাহকরা আধার কার্ড আপডেট করতে চান তারা বিনামূল্যে এই কাজটি করে নিতে পারবেন আগামী ১৪ মার্চ পর্যন্ত। (Update Aadhaar card online for free till March 14)

বিনামূল্যে আধার কার্ড আপডেট পদ্ধতি:-

  • ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতির মাধ্যমেই। দেখে নিন কি ভাবে উভয় পদ্ধতির মাধ্যমে নিজের আধার কার্ডটি আপডেট করবেন।

১/১) অফলাইন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে খুব সহজেই আধার কার্ড আপডেট করে নেওয়া সম্ভব। তার জন্য অবলম্বন করতে হবে নিম্নলিখিত কয়েকটি বিশেষ পদ্ধতি।

  • প্রথমেই https://bhuvan.nrsc.gov.in/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • এই ওয়েবসাইট থেকে নিজের বসবাসের এলাকার নিকটবর্তী একটি আধার কার্ড সেন্টার বেছে নিতে হবে।
  • এখানে আধার কার্ড আপডেট করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিতে হবে। তবে এক্ষেত্রে গ্রাহকে ৫০ টাকা খরচ করতে হবে।

২/২) অনলাইন পদ্ধতি- অনলাইন পদ্ধতির মাধ্যমে বাড়িতে বসে খুব সহজেই অধার ওয়েবসাইট বা mAadhaar অ্যাপ থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেট করে নিতে পারবেন গ্রাহকরা। দেখে নিন সেই পদ্ধতি গুলি।

  • প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং নিজের মোবাইল নম্বরটি দিতে হবে।
  • আধার কার্ডের সাথে সংযুক্ত সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপি টি বসিয়ে দিলে একটি নতুন পেজ খুলে যাবে।
  • নতুন যে পেজটি আপনার সামনে দেখতে পাবেন সেখানেই আপনার আধার কার্ডের সমস্ত তথ্য মিলিয়ে নেওয়া সম্ভব হবে। 
  • যদি আধার কার্ডে কোনো তথ্য ভুল থাকে তবে এই পেজের নিচে ড্রপ ডাউন অপশনে ক্লিক করে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে যেতে হবে।
  • পরবর্তী পেজ ওপেন হওয়ার পর আধার কার্ডে যে তথ্যটি আপডেট করা হবে সেখানে ক্লিক করতে হবে এবং সেই সম্পর্কিত সঠিক প্রমাণপত্র জমা করতে হবে। মাথায় রাখতে হবে প্রমাণপত্র স্বরূপ যে নথিটি জমা করবেন সেটি অবশ্যই 2MB র কম হতে হবে এবং JPEG, PNG বা PDF ফাইল হতে হবে। 
  • প্রমাণ স্বরূপ তথ্য গুলি আপলোড করার পর সমস্ত তথ্য ভালো ভাবে পর্যবেক্ষণ করে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আধার কার্ড আপডেট সম্পর্কিত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে।
AADHAAR UPDATE

ই-আধার ডাউনলোড পদ্ধতি:-

আধার কার্ড সম্পর্কিত https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই ২৮ ডিজিটের এনরলমেন্ট নম্বর, গ্রাহকের পুরো নাম এবং পিন কোড লিখে দিতে হবে। এরপর রেজিস্টার বৈধ মোবাইল নম্বরে পাঠানো হবে একটি ওটিপি। এই ওটিপি টি সঠিক ভাবে লিখে দিতে হবে স্ক্রিনে দেখতে পাওয়া নির্দিষ্ট স্থানে। এরপরে অনায়াসেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার ই-আধার কার্ড। শুধু তাই নয়, ১২ সংখ্যার আধার নম্বর দিয়েও ই-আধার ডাউনলোড করে নিতে পারবেন গ্রাহকরা।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top