Wb College Group D Recruitment 2024:কলেজে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে নিয়োগ,১৭ হাজার টাকা মাসে বেতন – How TO Make Money

Wb College Group D Recruitment 2024:কলেজে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে নিয়োগ,১৭ হাজার টাকা মাসে বেতন

Wb College Group D Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর । রাজ্যের গুরুত্বপূর্ণ পলিটেকনিক কলেজের পক্ষ থেকে মাত্র অষ্টম শ্রেণি পাস যোগ্যতায় গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ।

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনের যোগ্য।(Wb College Group D Recruitment 2024 ) কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন দেওয়া হবে, আবেদনের শেষ তারিখ কি রয়েছে, যোগ্যতা কি রয়েছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।

নিয়োগ সংস্থাAdyapeath Annada Polytechnic College
পদের নামগ্রুপ ডি
মোট শূন্যপদনিচে দেওয়া আছে
আবেদন মাধ্যমঅনলাইনের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ 21/04/2024

নোটিস নাম্বার:- 04/2024
পদের নাম:- গ্রুপ ডি

শিক্ষাগত যোগ্যতা:-
এই পদে আবেদন করার জন্য যে কোন সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।(Wb College Group D Recruitment 2024 ) উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।

বেতন:-
এই পদে মাসে ১৭০০০ টাকা বেতন দেয়া হবে ।

বয়স (Wb College Group D Recruitment 2024 )
চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । বয়স হিসেব করা হবে ১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ।

আবেদনের পদ্ধতি (Wb College Group D Recruitment 2024) :-
চাকরিপ্রার্থীদের এই শূন্য পদে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে এবং আপনার ছবি সিগনেচার আপলোড করার পর সমস্ত কিছু মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করার লিংক এই প্রতিবেদন নিচেই দেওয়া রয়েছে

গুরুত্বপূর্ণ তারিখ:-

বিজ্ঞপ্তি প্রকাশিত১৬/০৩/২০২৪
আবেদন শেষ২১/০৪/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক:

Official Notification: Download Now
Official Website: Apply Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top