পশ্চিমবঙ্গে অসংখ্যডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন 16,000/- টাকা | WB Data Entry Operator Recruitment  – How TO Make Money

পশ্চিমবঙ্গে অসংখ্যডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন 16,000/- টাকা | WB Data Entry Operator Recruitment 

পশ্চিমবঙ্গে অসংখ্য ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ (WB Data Entry Operator Recruitment ) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বেশ কিছু শূন্যপদে নেওয়া হবে কর্মী। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ আবেদন জানাতে পারবেন এখানে। বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

নিয়োগ সংস্থাKolkata Police – West Bengal
পদের নামডেটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ……..
আবেদন মাধ্যমঅনলাইনের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ  আগামী 15/03/2024 থেকে 04/04/2024

নিয়োগকারী সংস্থা:-

  • পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যে কলকাতা পুলিশের তরফে এই নিয়োগ সংঘটিত হচ্ছে।

পদের নাম:-

  • এখানে মূলত ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ সংখ্যা:-

  • আপাতত 225 টি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

  • যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা:-

  • আবেদনকারী প্রার্থীকে 01/04/1984 থেকে 01/04/2006 এর মধ্যে জন্মগ্রহণ করে থাকতে হবে। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:-

  • নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 16,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়া:

  • আবেদন জমা পড়ার পর প্রার্থীদের শর্ট লিস্টিং করে বাছাই করে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। 
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীরা ডাক পাবেন ইন্টারভিউ এবং প্র্যাক্টিক্যাল টেস্ট এর জন্য। সবশেষে প্রার্থীদের সার্বিকভাবে যাচাই ও বাছাইয়ের পর কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি:

  • এখানে প্রার্থীরা মূলত অনলাইন এর মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।
  • 1. সেক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
  • 2. এক্ষেত্রে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দেবেন।
  • 3. নিজের যাবতীয় ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে।
  • 4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা:-

  • আগামী 15/03/2024 থেকে 04/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

প্রয়োজনীয় লিঙ্ক:

Official Notification Click Here
Official WebsiteClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top