WB Gram Panchayat Exam Practice Set 03 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন। – How TO Make Money

WB Gram Panchayat Exam Practice Set 03 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

রাজ্য জুড়ে এখন চলছে ভোটের প্রস্তুতি। তবে ভোটের আগেই রাজ্য সরকারের তরফ থেকে সরকারি চাকরি ক্ষেত্রে নানা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। কিছুদিন আগেই সম্পন্ন হলো। ফুড এসআই পদে নিয়োগের লিখিত পরীক্ষা।(WB Gram Panchayat Exam Practice Set 03) এরই মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে নতুন একটি পোর্টাল। রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এই চাকরির সুযোগ হাতছাড়া করতে না চাইলে অবশ্যই পড়ে নিন এই তৃতীয় সেটের প্রশ্নোত্তর গুলি।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৩(WB Gram Panchayat Exam Practice Set 03)

১)।পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত কোন নদীটি বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয়?

উত্তর:- তিস্তা

২) পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় ?

উত্তর:- আলিপুরদুয়ার

৩) কত সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় ?

উত্তর:- ১৮৭২ সালে

৪) কোন স্থানটি ভুটানে যাওয়ার প্রবেশ পথ নামে পরিচিত?

উত্তর:- জলপাইগুড়ি

৫) ভারতের বিভিন্ন কমিশনের সভাপতি কে নিয়োগ করেন?

উত্তর:- রাষ্ট্রপতি

৬) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি ?

Answer – তিস্তা নদীর জয়ী সেতু

৭) অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তর:- চেমটোবুরু

৮) পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি?

উত্তর:- দার্জিলিং-এর ঘুম রেলস্টেশন

৯) মালদা জেলার প্রাচীন পলিমাটি কে কি বলে ?

উত্তর:- বরেন্দ্রভূমি

WB Gram Panchayat Exam Practice Set 03

১০) ভারতের কোথায় টিস্যু কাগজ তৈরি হয়?

উত্তর:- ত্রিবেনী

১১) পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি ?

উত্তর:- দার্জিলিং

১২) পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর বিখ্যাত?

উত্তর:- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

১৩) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?

উত্তর:- পুরুলিয়া

১৪) পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি ?

উত্তর:- ফারাক্কা বাঁধ

১৫) পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?

উত্তর:- বক্সদুয়ার

পরীক্ষার্থীদের পরীক্ষার যথাযথ প্রস্তুতি গ্রহণের সাহায্য করতে পরবর্তীতে আরো প্র্যাকটিস সেট নিয়ে হাজির হব আমরা। পরবর্তী প্র্যাকটিস সেট গুলি পেতে অবশ্যই সঙ্গে থাকুন।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top