WB Icds Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর । একসঙ্গে ২৭ টি বিডিও অফিসে প্রচুর পরিমাণে অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS WORKER) এবং সহায়িকা (ICDS HELPER) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা রয়েছে, বয়স কত লাগবে, বেতন কত টাকা দেয়া হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো
নিয়োগ সংস্থা | অঙ্গনওয়াড়ি সহায়িকা দপ্তর |
পদের নাম | অঙ্গনওয়াড়ি কর্মী |
মোট শূন্যপদ | নিচে দেওয়া আছে |
আবেদন মাধ্যম | অনলাইনের মাধ্যমে |
আবেদনের শেষ তারিখ | ৩১/০৩/২০২৪ |
পদের নাম:- অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS WORKER) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (ICDS HELPER)
বয়স:-চাকরি প্রার্থীদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করার জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে । এছাড়াও এসসি, এসটি রা বয়সে পাঁচ বছরের ছাড় পাবে । ওবিসিরা বয়সের তিন বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:-আগে অষ্টম শ্রেণী পাস করলেই অঙ্গনওয়াড়ি(WB Icds Recruitment 2024 ) সহায়িকা পদে আবেদন করা যেত এবং উচ্চ মাধ্যমিক পাস করলে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করা যেত কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উভয় পদের আবেদনের জন্যই যোগ্যতা রেখেছে উচ্চমাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে তবেই এই পদে আবেদন করতে পারবেন ।
কিভাবে আবেদন করবেন (Icds Recruitment 2024) :-
চাকরিপ্রার্থীদের এই শূন্য পদে আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এই প্রতিবেদনের নিচে দেওয়া লিংকে ক্লিক করবেন । তারপর আপনাদের সমস্ত তথ্য ফিলাপ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করবেন। সমস্ত কিছু যাচাই করে নেওয়ার পর ফাইনাল সাবমিট করবেন
কি কি কাগজ প্রয়োজন:-
১) বয়সের প্রমাণপত্র- ২) জাতিগত শংসাপত্র
- ৩) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট
- ৪) আধার কার্ড অথবা ভোটার কার্ড
৫) শিক্ষাগত যোগ্যতার মার্কসিট - ৬) পাসপোর্ট রঙিন ছবি
৭) আবেদনকারীর সই - ৮) এছাড়াও অন্যান্য কাগজ থাকলে দিতে পারেন।
কিভাবে নিয়োগ হবে (Icds Recruitment 2024) :-
চাকরিপ্রার্থীদের প্রথমে ৯০ নাম্বারের লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় পাস করলে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে ১০ নাম্বারের। ইন্টারভিউ এ যে সমস্ত প্রার্থী সিলেক্ট হবে তাদেরকে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১/০৩/২০২৪ |
আবেদন শেষ | ৩১/০৩/২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক:
Official Notification: | Download Now |
Official Website: | Apply Now |