WBPSC Food SI Practice Set 3 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WBPSC Food SI Practice Set 3:পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সামনেই আসছে এক সুবর্ণ সুযোগ। আগামী ১৬ এবং ১৭ ই মার্চ সম্পন্ন হতে চলেছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত ফুড এসআই বা ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের লিখিত পরীক্ষা। পরীক্ষার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়াও চলছে। পরীক্ষার্থীরাও সেরে নিচ্ছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। পরীক্ষার্থীদের প্রস্তুতির এই চূড়ান্ত মুহূর্তে তাদের সহায়তার জন্য আজ নিয়ে এসেছি ফুড এসেই পরীক্ষার তৃতীয় প্র্যাকটিস সেট। বিগত কয়েক বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলিকে বেছে নিয়ে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেট। পরীক্ষার আগে অবশ্যই পড়ে নিন এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রশ্ন উত্তর গুলি।

ফুড এসআই প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 3)

হাতে আর সময় আছে মাত্র এক সপ্তাহ। পরীক্ষার্থীরা এই কয়েক দিনের মধ্যেই চেষ্টা করছেন ফুড এসআই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধ্য মতো পড়াশোনা চালিয়ে যেতে। ফুড সাব ইন্সপেক্টর পদে লিঙ্গের পরীক্ষায় চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিরত সেই সব পরীক্ষার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে এই তৃতীয় প্র্যাকটিস সেটটি। বিগত কয়েক বছরের গুরুত্ব প্রশ্নগুলিকে একত্র করেই তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেট। এই পরীক্ষার আগে অবশ্যই পড়ে নিন এই প্রশ্ন এবং উত্তর গুলি।

WBPSC Food SI Practice Set 3

১) পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষবিশিষ্ট হয় কত সালে?

[A] 1970

[B] 1969

[C] 1980

[D] 1950

উত্তর:- [B] 1969

২) কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?

[A] তেগবাহাদুর সপ্রু

[B] জি ভি মাভলঙ্কার

[C] বি জি খের

[D] দামোদর স্বরূপ শেঠ

উত্তর:- [C] বি জি খের

৩) এরান লিপি থেকে ভারতের কোন সম্রাটের কথা জানা যায়?

[A] প্রথম রাজেন্দ্র চোল

[B] কনিষ্ক

[C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[D] সমুদ্রগুপ্ত

উত্তর:- [D] সমুদ্রগুপ্ত

WBPSC Food SI Practice Set 3

৪) গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতিত্ব কে করেন?

[A] জওহরলাল নেহেরু

[B] বি আর আম্বেদকর

[C] রাজেন্দ্র প্রসাদ

[D] বি এল মিত্র

উত্তর:- [C] রাজেন্দ্র প্রসাদ

৫) মিশ্র অর্থনীতি কথার অর্থ কি?

[A] পুঁজিবাদী এবং শ্রমিকদের সহাবস্থান

[B] সুসংহত অর্থনৈতিক উন্নয়ন

[C] কৃষিক্ষেত্রের সাথে সাথে শিল্প ক্ষেত্রেও উন্নয়ন

[D] সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান

উত্তর:- [D] সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান

৬) বুল’ এবং ‘বিয়ার’ শব্দ দুটি কিসের সাথে জড়িত?

[A] ব্যাংকিং

[B] আন্তর্জাতিক বাণিজ্য

[C] শেয়ার বাজার

[D] অন্তর্দেশীয় বাণিজ্য

উত্তর:- [C] শেয়ার বাজার

৭) সবুজ সোনা কাকে বলা হয়?

[A] চা

[B] কফি

[C] সোনা

[D] ধান

উত্তর:- [A] চা

৮) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?

[A] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

[B] ডিরোজিও

[C] রাজা রামমোহন রায়

[D] ডেভিড হেয়ার

উত্তর:- [C] রাজা রামমোহন রায়

WBPSC Food SI Practice Set 3

৯) ভারতের কোথায় সর্বাধিক পরিমাণে কয়লা পাওয়া যায়?

[A] মধ্যপ্রদেশ

[B] অন্ধ্রপ্রদেশ

[C] ঝাড়খন্ড

[D] পশ্চিমবঙ্গ

উত্তর:- [C] ঝাড়খন্ড

১০) কোথায় শব্দের গতিবেগ সব থেকে বেশি থাকে?

[A] শূন্যস্থানে

[B] গ্যাসে

[C] তরলে

[D] কঠিন পদার্থে

উত্তর:- [D] কঠিন পদার্থে

এই ধরণের আরো প্রাকটিস সেট নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি মুহূর্তে এই প্রশ্নোত্তর গুলি ঝালিয়ে নিতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।

WBPSC Food SI Practice Set 3

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment