বিনিয়োগের সেরা ঠিকানা কোনটা? মিউচুয়াল ফান্ডের SIP নাকি জীবন বীমা, জানুন – How TO Make Money

বিনিয়োগের সেরা ঠিকানা কোনটা? মিউচুয়াল ফান্ডের SIP নাকি জীবন বীমা, জানুন

ভারতীয় জনজীবনে বিনিয়োগের মাধ্যম হিসেবে কম সময়েই বেশ ভালো জনপ্রিয়তা লাভ করেছে মিউচুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও মানুষের স্বল্প সময় অনেক বেশি রিটার্ন দিচ্ছে শুধুমাত্র এই মাধ্যমই। তবে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ দীর্ঘ সময়ের জন্যই করা বেশি সুফল দিচ্ছে। যদি বেশি বড় রিটার্ন পেতে চান তাহলে দিতে হবে বেশি সময়ও।

প্রতিটি মানুষের আয়ের পরিমাণ একই নয়। বরং কারো কম কারো বা বেশি আয়। আর আয়ের উপর ভিত্তি করেই মানুষের সঞ্চয় নির্ভর করে। এই জন্য সব থেকে সুবিধার বিনিয়োগের মাধ্যম হলো মিউচুয়াল ফান্ড। বিভিন্ন সংস্থায় জীবন বীমা করাতে গেলে প্রতি নির্দিষ্ট সময় অন্তর দিতে হয় মোটা টাকার প্রিমিয়াম। যা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়ে। সেখানে প্রিমিয়ামের পরিমাণ গ্রাহকরা নির্ধারণ করতে পারেনা।

আর সেই জন্যই SIP তে ঝোঁক বাড়ছে মানুষের। এখানে গ্রাহক কত টাকার মাসিক প্রিমিয়াম দিয়ে টাকা বিনিয়োগ করতে চাইছেন, কত দিনের ব্যবধানে বিনিয়োগ করতে চাইছেন এবং কত দিনের জন্য বিনিয়োগ করতে চাইছেন এই সব নিজেই নির্ধারণ করতে পারবেন বিনিয়োগকারী। এই সব বিশেষ সুবিধার জন্যই মানুষের ভরসা অর্জন করছে মিউচুয়াল ফান্ড। siP এর মাধ্যমে কোনো ব্যক্তি দৈনিক ,মাসিক, ত্রৈমাসিক বা বছরের ব্যবধানে বিনিয়োগ করতে পারবেন।

বিনিয়োগের সেরা ঠিকানা কোনটা? মিউচুয়াল ফান্ডের SIP নাকি জীবন বীমা, জানুন
বিনিয়োগের সেরা ঠিকানা কোনটা? মিউচুয়াল ফান্ডের SIP নাকি জীবন বীমা, জানুন

দীর্ঘমেয়াদি বিনিয়োগে ঝুঁকির পরিমাণও হ্রাস পায়। পাওয়া যায় চক্রবৃদ্ধি হারে সুদ। বার্ষিক ১২% হারে সুদ দেওয়া হলেও অনেক বেশি সময়ের বিনিয়োগ হলে সুদের হার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। কিছু ক্ষেত্রে সুদের হার ৫০% ও হতে পারে। তবে তার জন্য সময়ের ব্যবধান থাকতে হয় অনেক। তবে অতিরিক্ত সুযোগ সুবিধা সহ ভালো রিটার্ন পেতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বেশ ভালো মাধ্যম হিসেবেই দেখছে বিশেষজ্ঞরা।

Scroll to Top