ভারতে এবার YAMAHA আনছে উন্নতি প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার, ভারতের টু হুইলার জগতে আসছে নতুন চমক – How TO Make Money

ভারতে এবার YAMAHA আনছে উন্নতি প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার, ভারতের টু হুইলার জগতে আসছে নতুন চমক

ভারতের বাজারে জাপানি কোম্পানি Yamaha রাজত্ব করছে প্রায় শতাব্দী ধরে। একেরপর এক পরিবর্তন এসেছে ভারতের যানবাহনের ব্যবহারে। আর সময়ের সাথে পাল্লা দিয়ে এখনও বাজার কাঁপিয়ে চলেছে Yamaha এর মতো কিছু পুরনো কোম্পানিও। একের পর এক নতুন মডেল, নতুন ফিচার আনার জন্য যখন সমস্ত টু হুইলার প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে রেষারেষি শুরু হয়ে গেছে সেখানে এখনও ধীর এবং স্থির গতিতে নিজেদের লক্ষ্যে স্থির থাকছে Yamaha।

বর্তমানে ভারতের বাজার কাঁপাতে একটি ইলেকট্রিক স্কুটার আনার কাজে হাত লাগিয়েছে এই বিদেশি সংস্থা। এই কাজে ভারত এবং জাপানের ইঞ্জিনিয়ারদের মধ্যে জোর কদমে কাজ করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। মূলত পারফরমেন্স এবং গঠনগত সৌন্দর্যের উপর জোর দিতে বলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ভারতের মতো বিশাল দেশের এবড়ো খেবড়ো রাস্তাতেও মাখনের মতো চলবে এই ইলেকট্রিক স্কুটারটি ।

সেই জন্যই ইতিমধ্যেই ভারতীয় ইভি ব্র্যান্ড রিভার মোবিলিটিতেও বিশাল টাকার বিনিয়োগ করেছে Yamaha। প্রায় ৩৩২ কোটি টাকার বিনিয়োগের এই বৈদ্যুতিক টু হুইলারটি রীতিমতো বাজার কাঁপাতে চলেছে। দিনের পর দিন পেট্রোল ডিজেলের ঘাটতি বাড়ার জন্যই বৈদ্যুতিন বিভাগে পা পাকাতে চাইছে সংস্থাটি। এর আগেও NEO নামের একটি বৈদ্যুতিন স্কুটার ভারতের বাজারে আনা হয়েছিল এই Yamaha সংস্থা দ্বারা। সেই সময় চর্চায় আসে এর নাম পরে এর গঠনগত কিছু পরিবর্তন আনা হলে অঞ্চলিক সাপলাইয়ারের অভাবে পরে লঞ্চ করা হয়নি পাকাপাকি ভাবে।

ভারতে এবার YAMAHA আনছে উন্নতি প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার, ভারতের টু হুইলার জগতে আসছে নতুন চমক
ভারতে এবার YAMAHA আনছে উন্নতি প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার, ভারতের টু হুইলার জগতে আসছে নতুন চমক

তবে আবারও সেই খাতে বিনিয়োগ করে পা রাখতে চাইছে এই জাপানি সংস্থা। যদিও এর সমস্ত ফিচার এবং লঞ্চিং এর দিন সম্পর্কে এখনও কোনো ঘোষণা করেনি সংস্থা ।

Scroll to Top