নতুন স্কুটার কিনতে চাইছেন? জেনে নিন ভারতের টপ সেলিং পাঁচটি স্কুটারের সম্পর্কে – How TO Make Money

নতুন স্কুটার কিনতে চাইছেন? জেনে নিন ভারতের টপ সেলিং পাঁচটি স্কুটারের সম্পর্কে

দিনের পর দিন ভারতের বাজারে সাইকেলের ব্যবসার সীমিত হয়ে আসছে এবং তার সাথে পল্লা দিয়ে বাড়ছে মোটর সাইকেল এবং স্কুটারের বাজার চাহিদা। গিয়ার না থাকায় সব ধরনের মানুষের ব্যবহারের উপযোগী এই স্কুটার সহজেই গ্রাহকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। মহিলা, পুরুষ সহ বৃদ্ধ বয়সের মানুষেরাও স্কুটার অনায়াসেই ব্যবহার করতে পারেন। তাই মোটর সাইকেলের মতো চাহিদা না থাকলেও ভারতের বাজারে বেশ জাঁকিয়ে বসেছে বিভিন্ন কোম্পানির স্কুটার। যারা নতুন স্কুটার নিতে চাইছেন এর মধ্যে ঠিক করতে পারছেন না কোন মডেল কিনবেন। তাঁদের জন্য রইলো ভারতে সব চেয়ে বেশি বিক্রিত পাঁচটি স্কুটারের তালিকা :

১. সব থেকে বেশি বিক্রিত মডেলটি হলো Honda Activa, বিগত অনেক দিন ধরেই ভারতের বাজারে নিজের গুরুত্ব বজায় রেখে চলেছে Honda সংস্থার এই মডেলটি। গত মে মাসে শুধু মাত্র এই মডেলটি ভারতের বাজারে বিক্রি হয়েছে ২,১৬,৩৫২ টি। যদিও এর চাহিদা একটু কমলেও অন্য সব মডেলকে টেক্কা দিয়েছে বড়ো মার্জিনে। এর শোরুমে এর মূল্য গুলি ৭৬,২৩৪ টাকা।

২. দ্বিতীয় স্থানে রয়েছে TVS Jupitar । এর বর্তমান বাজার মূল্য ৭৩,৩৪০ টাকা থেকে শুরু। এবং শুধু এপ্রিল মাসেই এর বিক্রির পরিমাণ ৭৫৮৪৮ টি। হোন্ডা একটিভার পর একটু দুরত্ব রেখে হলেও বাজার কাঁপাচ্ছে এই স্কুটারেরটি।

৩. তৃতীয় স্থানে রয়েছে Suzuki Access 125 স্কুটারটি। এটি ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত অন্যতম একটি স্কুটার। গত মাসে মোট ৬৪৮১৩ টি স্কুটার বিক্রি হয়েছে। এর বর্তমান বাজার মূল্য ৭৯৮৯৯ টাকা।

৪. স্কুটারের ধরনের মধ্যে ইলেকট্রিক স্কুটারের চাহিদার কমতি নেই। সম্ভবত পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে এর চাহিদা বেড়ে চলেছে। আর ইলেকট্রিক স্কুটারের সব চেয়ে বেশি বিক্রিত এবং সব দিক থেকে চতুর্থ হলো Ola S1 স্কুটারটি। গত মাসে এর বিক্রি হয়েছে 33963 টি। এর বর্তমান বাজার মূল্য 69999 টাকা।

৫. এরপর আসছে তরুণদের পছন্দের TVS Ntorq। গত মাসে এর বিক্রি হয়েছে ৩৯৪১১ টি। এবং এই সুদর্শন মডেলটির দাম ৮৪, ৬৩৬টাকা।

Scroll to Top