ন্যূনতম মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ শুরু হল | Airport Recruitment 2024 – How TO Make Money

ন্যূনতম মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ শুরু হল | Airport Recruitment 2024

এয়ারপোর্টের তাফে নতুন কর্মী নিয়োগ (Airport Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যূনতম যোগ্যতায় ভালো কোনো চাকরির খোঁজ করছেন? আপনি কি এয়ারপোর্টের মতো মর্যাদাপূর্ণ ক্ষেত্রে চাকরি করতে চান? তবে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে আবেদন জানাতে এখনই জানুন এর বিস্তারিত বিবরণ।

নিয়োগকারী সংস্থা: এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: মোট 6 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। যথা,

  1. Jr. Officer – Technical
  2. Customer Service Executive
  3. Jr. Customer Service Executive
  4. Ramp Service Executive
  5. Utility Agent Cum Ramp Driver
  6. Handyman

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। উচ্চতর পদের ক্ষেত্রে উচ্চতর যোগ্যতা থাকা দরকার।

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 29,760/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউয়ের (WALK-IN-INTERVIEW) এর কর্মী নিয়োগ করা হবে।সরাসরি ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করুন। নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র ফরম্যাট বানিয়ে ফেলুন।যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব নিয়ে একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ: আগামী 08/05/2024 তারিখ থেকে 11/05/2024 তারিখ ইন্টারভিউ সংঘটিত হচ্ছে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটClick Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉Airport Job Recruitment 2024: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি,বেতন 24,000/- টাকা

👉LIC Recruitment 2024: LIC-তে নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করে ফেলুন, রইলো পদ্ধতি

👉 ONGC Recruitment 2024: ONGC দপ্তরে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

👉 TCS Job Vacancy: টাটা কনসালটেন্সি সার্ভিসে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top