Arvind Kejriwal Bail: আটকে রাখা গেল না কেজরিওয়ালকে, জামিন দিল সুপ্রিম কোর্ট – How TO Make Money

Arvind Kejriwal Bail: আটকে রাখা গেল না কেজরিওয়ালকে, জামিন দিল সুপ্রিম কোর্ট

Arvind Kejriwal Bail: আবগারি দুর্নীতি কাণ্ডে অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ জুন পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডি-র হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন কেজরি৷ এরই মধ্যে আরও বড় বিপাকে পড়তে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এমন আশঙ্কা করা হচ্ছিল৷ দিল্লির মুখ্যমন্ত্রী নিষিদ্ধ খলিস্তানি সংগঠনের থেকে রাজনৈতিক অনুদান নিয়েছেন, এই অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা৷ এই পরিস্থিতিতে আবগারি দুর্নীতি কাণ্ডে কেজরিওয়ালের জামিন নিঃসন্দেহে অক্সিজেন দিল তাঁর দল আম আদমি পার্টিকে। তবে, ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে।

বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়েছিল, এই ভোট আবহে বিচার করা যেতে পারে কেজরিওয়ালের অন্তবর্তীকালীন জামিনের বিষয়টি। গত মঙ্গলবারের শুনানিতে সেই প্রসঙ্গের উত্থাপনও হয়। সেদিনই সুপ্রিম কোর্ট জানায়, কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে জানানো হয়, যদি কেজরিওয়াল জামিন পানও, তাহলে তিনি সরকারি কোন ফাইলে সই করতে পারবেন না। অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top