Rekha Patra Property: কত সম্পত্তির মালিক তিনি? কতদূর পড়াশোনা? রেখা পাত্রের – How TO Make Money

Rekha Patra Property: কত সম্পত্তির মালিক তিনি? কতদূর পড়াশোনা? রেখা পাত্রের

Rekha Patra Property: পাত্রের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? বছরের শুরু থেকে রাজ্যে সংবাদ শিরোনামে সন্দেশখালি। সেই সন্দেশখালি বিধানসভা, যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সন্দেশখালির মাটিতে আন্দোলনের মুখ হিসাবে উঠে আসেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী গ্রামের বধূ রেখা পাত্র। রেখা পাত্রই ২০২৪ লোকসভা নির্বাচনে আলোচিত প্রার্থী। 

তবে সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের মুখ রেখা পাত্রের সম্পত্তির হিসাব নিকাশ জানলে আপনি অবাক হবেন। প্র‍থমেই জানা যাক তাঁর শিক্ষাগত যোগ্যতা। যোগ্যতা সম্পর্কে হলফনামায় উল্লেখ করেছেন, ২০০৩ সালে তিনি সন্দেশখালির উত্তর বউঠাকুরানি এফ পি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করেন।

লোকসভা নির্বাচনের মতো বড় নির্বাচনী লড়াই যেখানে অন্যান্য প্রার্থীদের লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকার সম্পত্তি নজরে আসে সেখানে রেখা পাত্রের সম্পত্তি এতটাই নগণ্য যে তার সম্পত্তি নিয়ে আলোচনা না করলেই নয়।

বৃহস্পতিবার রেখা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় যে পরিমাণ সম্পত্তি এবং রোজগার রয়েছে তাতে তার আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনও তথ্য নেই। রেখা পাত্রের পাশাপাশি তাঁর স্বামী সন্দীপ পাত্রেরও কোনও তথ্য নেই। তবে রেখা পাত্রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রেখা পাত্র হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে, তাঁর হাতে রয়েছে নগদ মাত্র ৩০০০ টাকা।

নির্বাচনী অ্যাকাউন্ট-সহ তাঁর মোট দুটি অ্যাকাউন্ট রয়েছে। ওই দুটি অ্যাকাউন্টের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১০ হাজার ৭৬৪.৫৪ টাকা। অন্যদিকে তার স্বামী সন্দীপ পাত্রের হাতে নগত টাকা আছে ৩০০০ টাকা ও অ্যাকাউন্টে রয়েছে ৪ হাজার ৬৯২ টাকা।

রেখা পাত্র ও তাঁর স্বামীর কোন ফিক্সড ডিপোজিট, জুয়েলারি ও কোনও ব্যক্তিগত গাড়ি নেই। রেখা পাত্র ও তাঁর স্বামী সন্দীপ পাত্র দু’জনেরই চাষযোগ্য কিংবা অচাষযোগ্য জমি নেই। তাঁদের নামে কোনও ঋণ নেই। হলফনামা অনুযায়ী, স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। হলফনামায় জানিয়েছেন, তিনি নিজে গৃহবধূ। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top