সময় যেদিকে এগোচ্ছে তার জন্য এবার খালি রোজগার করলে হবেনা বরং শুরু থেকেই করতে হবে সঞ্চয়ের প্ল্যানিং। এমন কোনো কিছুই নেই আর যার দাম ক্রমে বাড়ছে বই কমছে না। আর সেই জন্যই নিজের এবং পরিবারের কথা ভেবে সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর সাধারণ ভাবে ব্যাংক এ করা সঞ্চয়ে বেশি লাভবান হচ্ছেন না সাধারণ মানুষ। সেই জন্যই ভবিষ্যত চিন্তা হোক বা সন্তানের উচ্চ শিক্ষা ভালো রিটার্ন পেতে এখন মানুষ ভরসা রাখছেন মিউচুয়াল ফান্ডের উপর। আজকের তথ্যটি রইলো সমাজের শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য।
ভারতের মতো বিশাল দেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনোর জন্য সরকার থেকে বিভিন্ন রকম সাহায্য প্রদান করা হয়। যার সাহায্যে ইচ্ছে থাকলেই স্কুলের শিক্ষা সম্পন্ন করতে পারে সব শ্রেণীর ছাত্র ছাত্রী। কিন্তু এরপরই দেখা দেয় সমস্যা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে অর্থের অভাব ভারতের নিম্নবিত্ত সমাজের বড়ো সমস্যা। তাঁদের জন্যই চমৎকার সুযোগ। সন্তানের জন্মের পরেই করে নিন মাসিক ১০০০ টাকার sip।
কোনো ব্যক্তি যদি সন্তানের জন্মের পর থেকেই মাসিক ১০০০ টাকা সঞ্চয় শুরু করেন তবে করতে হবেনা উচ্চ শিক্ষার চিন্তা। সঞ্চয় নয় বলা ভালো বিনিয়োগ। যদি মিউচুয়াল ফান্ডের sip এর মাধ্যমে কোনো ব্যক্তি সন্তান জন্মানোর পর থেকেই বিনিয়োগ শুরু করেন তবে তার ১৮ বছর বয়স হলে পাওয়া যাবে সাড়ে সাত লক্ষ টাকার বেশি।
১৮ বছরে প্রতি বছর ১২ হাজারের হিসেবে ওই ব্যক্তি জমাবেন মোট ২লক্ষ ১৬ হাজার টাকা। প্রতি বছর জমা অর্থের উপরের ১২% করে সুদ ধরে ১৮ বছরে সুদ হিসেবে পেতে পারেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। শুধু এটুকুই নয় সব মিলিয়ে রিটার্ন দাঁড়ায় সাড়ে সাত লক্ষ টাকার চেয়েও বেশি। যা অনায়াসেই বাচ্চার উচ্চশিক্ষায় সঠিক ব্যবহার করতে পারবেন তার পিতামাতা।