How many days will you get cheap cooking gas cylinders:রান্নার গ্যাস সংযোগ এবং সিলিন্ডার এখন প্রতিটি পরিবারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। কারণ কাঠকয়লা আর ব্যবহার করা হয় না,পরিবর্তে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস (LPG)। তবে অনেক সময়ই নিয়ে রান্নার গ্যাস কিনতে গিয়ে সমস্যায় পড়তে হতে দেখা গিয়েছে গ্রাহকদের।
রান্নার গ্যাস সিলিন্ডার কেনার সময় গ্রাহকরা বারবার সমস্যার সম্মুখীন হওয়ার প্রধান কারণ দাম। গত বছরের অক্টোবর পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডারের(LPG Subsidy) দাম বেড়ে যাওয়ায় অনেক নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য রান্নার গ্যাস দুঃস্বপ্নে পরিণত হয়েছে।যদিও শেষমেশ কেন্দ্র সরকারের তরফ থেকে দাম কমানো এবং ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং কিছুটা হলেও স্বস্তি আসে। আর এবার রান্নার গ্যাসের উপর এই ভর্তুকি (LPG Subsidy) নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিতে দেখা গেল কেন্দ্রকে।
লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা করেছে। এছাড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে, রান্নার গ্যাস সংযোগ আছে এমন সমস্ত গ্রাহকদের প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছে।গত বছর অক্টোবর মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস কানেকশনের উপর সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই ভর্তুকীর মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত।
তবে এই মেয়াদ শেষ হওয়ার আগেই ৩০০ টাকা করে যে ভর্তুকি দেওয়া হয় সেই ভর্তুকির মেয়াদ বৃদ্ধি (LPG Subsidy) করেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাবে পুরো নতুন অর্থবর্ষ অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। হিসেব অনুযায়ী আরও এক বছর এই ভর্তুকির সুযোগ পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা।
বর্তমানে, যে সমস্ত এলাকায় সাধারণ শ্রেণীর গ্রাহকরা ৮৫২ টাকায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার পান, সেই সমস্ত এলাকায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে গ্রাহকরা ৫৫২ টাকায় একই ওজনের সিলিন্ডার পান। (LPG Subsidy) এই সুযোগ আরও এক বছর পাওয়া যাবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির তরফে।