মাত্র ৩৫ পয়সাতেই ট্রেন যাত্রায় দুর্ঘটনা হোক বা ট্রেন লেট মিলবে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। জানুন কিভাবে? – How TO Make Money

মাত্র ৩৫ পয়সাতেই ট্রেন যাত্রায় দুর্ঘটনা হোক বা ট্রেন লেট মিলবে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। জানুন কিভাবে?

ভারতীয় রেল হলো বিশ্বে বৃহত্তম রেল পরিষেবা। এই ভারতেই রয়েছে বিশ্বের উচ্চতম, ব্যস্ততম, দীর্ঘতম রেল স্টেশনগুলো। এবং ভারতের মতো সস্তায় আর কোনো দেশেই রেলে যাত্রা করা যায়না। এই বিশালত্বের মাঝে যাত্রীদের সুরক্ষায় খামতি রাখতে চায়না ভারতীয় রেল। যেকোনো সময় যেকোনো অবস্থায় ঘটতে পারে দুর্ঘটনা। এই একই সমস্যা হতে পারে ভারতীয় রেলের ক্ষেত্রেও। তাই জন্যই রেলের তরফে যাত্রীতের জন্য বীমার ব্যবস্থা করা রয়েছে। যা হয়ত আমাদের অনেকের কাছেই অজানা।

ভারতীয় রেলের দূরপাল্লার যাত্রায় টিকিট কাটার সময় মাত্র ৩৫ পয়সার বিনিময়ে মেলে বীমার সুরক্ষা। আমরা সেটি নিলেও অনেক সময়ই তার পুরো প্রসেস সম্পুর্ণ করে রাখিনা। ফলে সঠিক সময় এর সুবিধাও পাওয়া যায়না। আজ এই প্রতিবেদনের মাধ্যমে সেই সমস্ত খুঁটিনাটি তথ্য ভাগ করে নেওয়া হচ্ছে সকলের সাথে।

টিকিট কাটার সময় অতিরিক্ত ৩৫ পয়সা দিয়ে যদি বীমা নেওয়া হয় তবে ওই ব্যক্তির ইমেল আইডিতে একটি মেল আসে রেলের বীমার সংস্থার তরফে। ওই মেলের মধ্যে দেওয়া হয় নমিনি আপডেটের লিংক। ওই লিংকের মাধ্যমে যাঁকে নমিনি করতে চান তার নাম এবং একটি পরিচয় পত্র জমা করলে তার কিছু সময়ের মধ্যেই আপনার পলিসি নাম্বার ইমেলের মাধ্যমে জানানো হবে।

মাত্র ৩৫ পয়সাতেই ট্রেন যাত্রায় দুর্ঘটনা হোক বা ট্রেন লেট মিলবে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। জানুন কিভাবে?
মাত্র ৩৫ পয়সাতেই ট্রেন যাত্রায় দুর্ঘটনা হোক বা ট্রেন লেট মিলবে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। জানুন কিভাবে?

যাত্রার আগে নমিনির কাছে ওই নাম্বার দেওয়া বাধ্যামূলক। এরপর রেলে যাত্রার সময় কোনো দুর্ঘটনায় সম্মুখীন হলে এবং ওই দুর্ঘটনায় মারা গেলে নমিনি ১০ লক্ষ টাকা পাবেন। এছাড়াও শরীরের কোনো অঙ্গ সম্পূর্ণবি বিকলাঙ্গ হলে ৭ লক্ষ এবং আংশিক বিকলাঙ্গ হলে ৫ লক্ষ টাকার অনুদান পাওয়া যাবে। এছাড়াও চোট পেলে হাসপাতালের খরচ বাবদ ২৫০০০০ থেকে ৫০০০০ টাকা পাওয়া যাবে। এছাড়াও রেলের যাত্রায় কোনো জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হলেও পাওয়া যাবে ১০০০০ টাকা। এক্সিকিউটিভ রেল গুলির ক্ষেত্রে ট্রেন ২ ঘণ্টার বেশি দেরি করলেও ক্ষতিপূরণ দেবে ভারতীয় রেল।

Scroll to Top