চাকরি প্রার্থীদের জন্য বিশেষ একটি সুযোগ নিয়ে এসেছে ভারতীয় ডাক বিভাগ। এবার ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই ভারতীয় পোস্ট অফিসে স্থায়ী চাকরি করার সুযোগ পাবেন আগ্রহী চাকরি প্রার্থীরা। সম্প্রতি পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে খুব শীঘ্রই একাধিক শূন্য পদে গ্রুপ সি বিভাগীয় কর্মী নিয়োগ করবে পোস্ট অফিস। সুযোগ হাতছাড়া করতে না চাইলে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
তারিখ ও শূন্য পদ:-
ইতিমধ্যেই এই চাকরির আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। জানা গেছে নন গেজেটেড গ্রুপ সি সেকশনের অধীনে ড্রাইভার পদে সর্বোচ্চ ৫ জনকে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান:-
আমাদের দেশের বিভিন্ন প্রান্তে পোস্ট অফিসের একাধিক শাখা রয়েছে। বর্তমানে পোস্ট অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি অনুসারে কর্মী নিয়োগ করা হবে কয়েকটি নির্দিষ্ট স্থানের পোস্ট অফিসে। সেগুলি হলো শ্রীনগর, উধমপুর, বারামুল্লাহ, লাদাখ, রাজৌরি ইত্যাদি।
আবেদন যোগ্যতা:-
ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক পাস হলে এবং আবেদনকারী প্রার্থী ভারতীয় হলে নারী পুরুষ নির্বিশেষে পোস্ট অফিসের এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে আরো কয়েকটি বিশেষ বিষয়ে দক্ষ হতে হবে। সেগুলি হল নিম্নরূপ
১) এই চাকরিতে আগ্রহী প্রার্থীকে অবশ্যই পূর্বে তিন বছর হালকা ও ভারী চারচাকা গাড়ি চালাতে জানতে হবে।
২) মোটর মেকানিজম সম্পর্কিত বিষয়ে জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা:-
এই চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য একটি বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। জানানো হয়েছে এই চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এক্ষেত্রে বিশেষ কিছু ছাড় পাবেন। যেমন SC, ST, PWD শ্রেণীর প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৬১ বছর পর্যন্ত এবং OBC দের জন্য ১৮ থেকে ৫৯ বছর পর্যন্ত।
আবেদন মূল্য:-
এই চাকরির জন্য আবেদন করতে গেলে সাধারন শ্রেণীভক্ত প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে ১০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বিনামূল্যে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:-
১) প্রথমেই ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।
২) নির্ভুল ভাবে ফর্মটি পূরণ করতে হবে।
৩) প্রয়োজনীয় নথিপত্র যেমন এক কপি ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি যে কোনো একটি পরিচয় পত্র, মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট, গাড়ির ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির নিজের সই সহজ জেরক্স কপি জমা দিতে হবে।
৪) আবেদন পত্রের নিজস্ব বৈধ একটি মোবাইল নাম্বার লিখে দিতে হবে।
৫) সমস্ত ডকুমেন্টস সহ নির্ভুলভাবে লেখা আবেদন পত্রটিকে একটি খামে ভরে পোস্ট অফিসের তরফ থেকে বলে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:-
এই চাকরিতে নিয়োগের জন্য কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে শুধুমাত্র আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ এর দিন একটি নির্দিষ্ট সিলেবাসে প্রার্থীদের ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট করা হবে। যারা এই প্রক্রিয়াতে পাশ করবেন তাদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
বেতন কাঠামো:-
যেসব কর্মীদের এই চাকরির জন্য নিয়োগ করা হবে তারা সপ্তম বেতন কমিশনের অধীনে প্রথমেই ৫২০০ টাকা করে বেতন পাবেন এবং তাদের সর্বোচ্চ বেতন হওয়ার সম্ভাবনা ২০২০০ টাকা। এছাড়া তাদের জন্য বার্ষিক বোনাসের সুবিধাও থাকবে।
প্রয়োজনীয় লিঙ্ক:
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
টেলিগ্রাম চ্যানেল | Join Us |
ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজ | Follow Us |
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। BongGuider.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। BongGuider.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।