মাধ্যমিক পাশে রেলে বিরাট নিয়োগ,বেতন:  29,200/-শূন্যপদ: 9145  | Indian Railways Recruitment 2024 – How TO Make Money

মাধ্যমিক পাশে রেলে বিরাট নিয়োগ,বেতন:  29,200/-শূন্যপদ: 9145  | Indian Railways Recruitment 2024

ভারতীয় রেলওয়ে একটি নতুন নিয়োগ (Indian Railways Recruitment 2024) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেক্ষেত্রে যে সকল চাকরি চাকরিপ্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন এবং ভারতীয় রেলওয়ের মতো একটি মর্যাদাপূর্ণ সেক্টরে কাজ করতে চান তারা সহজেই এখানে আবেদন করতে পারেন। ন্যূনতম মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে এবং 9000 হাজারেরও বেশি শূন্যপদে হবে নিয়োগ। বিস্তারিত নিচে আলোচনা করা হল। 

নিয়োগকারী সংস্থা: (Indian Railways Recruitment 2024)

ভারতীয় রেল (Indian Railways) এর তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:

  • একই সঙ্গে প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। যথা,
  • 1. Technician Grade I Signal
  • 2. Technician Grade III

মোট শূন্যপদ:

উপরের দু ধরনের পদে সব মিলিয়ে 9144 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ হলো –

  • 1. Technician Grade I Signal – 1092 টি 
  • 2. Technician Grade III – 8052 টি

পদ – Technician Grade III

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ।

প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 33 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন 19,900/- টাকা থেকে শুরু হচ্ছে।

পদ – Technician Grade I Signal

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 36 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 29,200/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

  • 1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
  • 2. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি প্রয়োজন পড়বে।
  • 3. নিজের যাবতীয় ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন পাসপোর্ট, সিগনেচার ইত্যাদি আপলোড করুন।
  • 4. একেবারে শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা: আগামী 08/04/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় লিঙ্ক:

অফিসিয়াল বিজ্ঞপ্তিClick Here 
অফিসিয়াল ওয়েবসাইট/ অনলাইনে আবেদন করুনClick Here 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top