আপনারা প্রত্যেকেই জানেন বেশ কিছুদিন আগে (KP Constable Practice Set 01) পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই পুলিশের পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সবাই প্রস্তুতি নিতে শুরু করেছে তবে যারা এখনো প্রস্তুতি নিতে পারেনি বিভিন্ন কারণে তাদের জন্য খুশির খবর।
আমাদের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আপনাদের প্রদান করা হবে। মনে রাখবেন আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ০১ (KP Constable Practice Set 01)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
KP Constable Practice Set 01
১) Indian Open International Boxing Tournament এ ভারতের কয়জন মহিলা বক্সার সেমিফাইনালে খেলেছিল?
[A] ২৫
[B] ২২
[C] ৩২
[D] ১৮
Answer – ২২
২) ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৮-২০১৯ খেতাব কোন দল জিতল?
[A] বার্সেলোনা
[B] ম্যান্টেসটার সিটি
[C] লিভারপুল
[D] ম্যানচেস্টার ইউনাইটেড
Answer – ম্যান্টেসটার সিটি
৩) ইটানগরে কতগুলো স্পোর্টস সেন্টার খোলা হলো?
[A] ৩
[B] ৭
[C] ৬
[D] ৫
Answer – ৩
৪) Desert Storm Rally 2019 কোন রাজ্য জিতল?
[A] মহারাষ্ট্র
[B] পশ্চিমবঙ্গ
[C] রাজস্থা
[D] ননতুন দিল্লি
Answer – রাজস্থান
৫) German Cup 2019 জিতল কোন দল?
[A] Hamburger SV
[B] RB Leipzig
[C] Hertha BSC
[D] Bayern Munich
Answer – Bayern Munich
৬) Air Badminton ও Triples এ দুটি নতুন খেলা লঞ্চ করল নিচের কোন সংস্থা?
[A] BAI
[B] BAM
[C] BWF
[D] KBA
Answer – BWF
৭) প্রথম ভারতীয় হিসেবে কে ৩৫০ টি ODI ম্যাচ খেলার রেকর্ড করেছিল?
[A] সৌরভ গাঙ্গুলী
[B] কপিল দেব
[C] রাহুল দ্রাবির
[D] শচীন টেন্ডুলকর
Answer – শচীন টেন্ডুলকর
৮) Indian Open International Tournament এ ভারত কটি মেডেল পেল?
[A] ৩৮
[B] ৪২
[C] ২৫
[D] ৫৭
Answer – ৫৭
KP Constable Practice Set 01
৯) IPL 2019 জিতল নিচের কোন দল?
[A] মুম্বাই ইন্ডিয়ানস
[B] কলকাতা নাইট রাইডার্স
[C] চেন্নাই সুপার কিংস
[D] কিংস ইলেভেন অফ পাঞ্জাব
Answer – মুম্বাই ইন্ডিয়ানস
১০) IPL 2019 এ ফেয়ার প্লে পুরস্কার পেয়েছিল নিচের কোন দল?
[A] মুম্বাই ইন্ডিয়ান
[B] দিল্লি ক্যাপিটালস
[C] চেন্নাই সুপার কিংস
[D] সানরাইজ হায়দ্রাবাদ
Answer – সানরাইজ হায়দ্রাবাদ
প্রয়োজনীয় লিঙ্ক:
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
টেলিগ্রাম চ্যানেল | Join Us |
ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজ | Follow Us |