KP Constable Practice Set 02 – কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ০২, গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন। – How TO Make Money

KP Constable Practice Set 02 – কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ০২, গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন।

আপনারা প্রত্যেকেই জানেন বেশ কিছুদিন আগে (KP Constable Practice Set 02) পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই পুলিশের পরীক্ষা নিয়ে ইতিমধ্যে সবাই প্রস্তুতি নিতে শুরু করেছে তবে যারা এখনো প্রস্তুতি নিতে পারেনি বিভিন্ন কারণে তাদের জন্য খুশির খবর। 

আমাদের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আপনাদের প্রদান করা হবে। মনে রাখবেন আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে। 

কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ০২ (KP Constable Practice Set 02)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

KP Constable Practice Set 02

১) নিচের কোনটি একটি কুলোপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ?

[A] বিনয় পিটক
[B] সূত্র পিটক
[C] দীপবংশ
[D] অভিধম্মপিটক

উত্তর:- [C] দীপবংশ

২) হুমায়ুন নামা কে রচনা করেন?

[A] ফইজি
[B] আবুল ফজল
[C] গুলবদন বেগম
[D] বাদাউনি

উত্তর:- [C] গুলবদন বেগম

৩) বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন?

[A] গন্ধাতা
[B] ধেকেতা
[C] ময়ূরর্ধ্বজ
[D] দিব্য

উত্তর:- [D] দিব্য

৪) কোন ক্রিকেটার একটি বিশ্বকাপে সব থেকে বেশি সেঞ্চুরি রেকর্ড করল?

[A] রোহিত শর্মা

[B] কুমার সাঙ্গাকারা

[C] শচীন টেন্ডুলকর

[D] সৌরভ গাঙ্গুলী

Answer – রোহিত শর্মা

৫) কোন দেশ কোপা আমেরিকা ২০১৯ টুর্নামেন্ট জিতল?

[A] ব্রাজিল

[B] আর্জেন্টিনা

[C] পেরু

[D] চিলি

Answer – ব্রাজিল

৬) যোগ দর্শনের ব্যাখ্যাকারী কে?

[A] পরমানন্দ

[B] সিদ্ধার্থ

[C] পতঞ্জলি

[D] শংকরাচার্য

Answer – পতঞ্জলি

৭) পোল্যান্ডে অনুষ্ঠিত Kutno Athletics’ Meet এ কটি সোনা পদক জিতল?

[A] ৮

[B] ৪

[C] ৩

[D] ৬

Answer – ৪

৮) কোন টিম দোহা দে অনুষ্ঠিত IBSF স্নুকার ওয়ার্ল্ড কাপ জিতেছে?

[A] পাকিস্তান

[B] ইংল্যান্ড

[C] ভারত

[D] স্কটল্যান্ড

Answer – পাকিস্তান

KP Constable Practice Set 02
KP Constable Practice Set 02

KP Constable Practice Set 02

৯) কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে কটি সোনার পদক পেল ভারত?

[A] ৪

[B] ৩

[C] ২

[D] ৬

Answer – ৪

১০) FIFA Women’s World Cup কোন দেশ জিতল?

[A] ফ্রান্স

[B] USA

[C] ব্রাজিল

[D] রাশিয়া

Answer – USA

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top